ভারতের জলবায়ু। Climate of India। G.K। Geography G.K। Geography G.K in Bengali। Geography questions Answer। All competitive exams questions Answer।
Table of contents:
* জলবায়ু
* ভারতের জলবায়ুর ভূ প্রকৃতি
* ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য
*ভারতীয় জলবায়ুর শ্রেণী বিভাগ
* ভারতীয় জলবায়ুর প্রশ্ন উত্তর
১. ভারতের জলবায়ুকে প্রধানত কয়টি ঋতুতে ভাগ করা হয়?
উঃ:- ৪টি
২. শীত ঋতু থেকে ----- থেকে ----- পর্যন্ত?
উঃ:- ডিসেম্বর, ফেব্রুয়ারী
৩.শীত ঋতুতে পাঞ্জাব অঞ্চল ও হিমালয়ের পাদদেশে অত্যধিক শৈত্যের ফলে কোন অঞ্চল এর সৃষ্টি হয়?
উঃ:- উচ্চচাপ অঞ্চল
৪. গ্রীষ্ম ঋতুতে ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় কোন বলয়ের সৃষ্টি হয়?
উঃ :- নিম্নচাপ
৫. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে কোন উপকূলে এসে পৌঁছায়?
উঃ:- মালাবার
৬. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে কয়টি শাখায় বিভক্ত হয়ে যায়।
উঃ- দুটি
৭.একটি অতিবর্ষণ অঞ্চলের নাম লেখো—
উঃ:- অসম
৮. ওড়িশা কোন্ বর্ষণাঞ্চলে পড়ে ? –
উঃ:- মধ্যম বর্ষণাঞ্চলে
৯.ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দুটি শাখার নাম লেখো। ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে কোন্ ঋতু দেখা যায়?
উত্তর:- ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দুটি শাখা হল – (১) আরব সাগরীয় এবং (২) বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু। ডিসেম্বর থেকে ফ্রেব্রুয়ারী মাস পর্যন্ত এই সময় কালকে শীতকাল বলা হয়।
১০. দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য ভারতে কেন বৃষ্টিপাত বেশি ঘটে ?
উত্তর:- দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য ভারতে বেশি বৃষ্টিপাত ঘটে, কারণ তা(১) দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রচুর সমুদ্রের জলীয় বাষ্প গ্রহণ করে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয় এবং বৃষ্টিপাত ঘটায়।
(২) ভারতে অধিকাংশ বৃষ্টিপাত মৌসুমি বায়ুর প্রভাবে হয়ে থাকে। বর্ষাকাল ও শরৎকালের বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাবর্তনের দ্বারা হয়ে থাকে।
১১. কাল বৈশাখী ঝড়ের কারণ কী?
উত্তর:- গ্রীষ্ম ঋতুতে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় নিম্নচাপের সৃষ্টি হয় তা পার্শ্ববর্তী বঙ্গোপসাগর ও আরবসাগর থেকে উচ্চ চাপের শীতল বায়ু দ্রুত বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে যাওয়ার কাল বৈশাখী ঝড়ের সৃষ্টি হয়।
১২. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রথমে ভারতের কোন উপকূলে এসে পৌঁছায়?
উত্তর:- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রথমে মালাবার উপকূলে এসে পৌঁছায়।
১৩. পশ্চিমবঙ্গে প্রবাহিত হয় এমন একটি স্থানীয় বায়ুর নাম বল।
উত্তর:- কালবৈশাখী
১৪. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল আলোচনা করো।
উঃ:- গ্রীষ্মকালের শেষের দিকে উত্তর-পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে বঙ্গোপ্রসাগর ও আরব সাগর থেকে দক্ষিণ আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অকিস্মিকভাবে ভারতে প্রবেশ করে ফলে বর্জ্য বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের সূচনা হয়। (১) ভারতে বর্ষা ঋতুটি জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থায়ী হয়। (২) এই সময়উত্তর ভারতের সমভূমির উপর প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়, যা ভারত মহাসাগরের উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুকে আহ্বান করে নিয়ে আসে।
(৩) এই সময় দক্ষিণ গোলার্ধ থেকে প্রবাহিত দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু ফেরলের সূত্র অনুসারে ডানদিক থেকে ভারতীয় উপমহাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নামে প্রবাহিত হতে থাকে।
(৪) ভারতবর্ষ ত্রিভুজের মতো আকৃতির জন্য দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (ক) আরবসাগরীয় (খ) বঙ্গোপসাগরীয় দুটি শাখায় বিভক্ত হয়ে যায়।
১৫. ভারতকে কয়টি ঋতুতে ভাগ করা যায় ?
উত্তর-: ভারতে প্রধানত চারটি ঋতুতে ভাগ করা যায়—শীত, গ্রীষ্ম, বর্ষা ও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাগমন।
১৬. ভারতকে কয়টি বৃষ্টিপাত অঞ্চলে ভাগ করা যায়?
উত্তর:- বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ভারতকে কয়েকটি বৃষ্টিপাত অঞ্চলে ভাগ করা যায়। যথা (১) অতি বর্ষণাঞ্চল (২৫০ সেমি-র ঊর্ধ্বে)। (২) মধ্যম বর্ষণাঞ্চল (১০০-২৫০ সেমি.)। (৩) স্বল্প বর্ষণাঞ্চল (৫০-১০০ সেমি.)। (৪) অতি অল্প বর্ষণাঞ্চল (৫০ সেমি: এর কম)।
১৭. ভারতের জলবায়ুতে এল নিনোর কী প্রভাব দেখা যায়?
উত্তর:- ভারতের জলবায়ুত্তে এল নিনোর প্রভাবে কম বৃষ্টিপাত অর্থাৎ খরা দেখা যায়।
১৮. ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল এর নাম করো?
উত্তর:- উড়িষ্যার কালাহান্ডি ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল।
১৯.. ভারতের কোন অংশে মরু জলবায়ু দেখা যায়?
উত্তর: ভারতের পশ্চিম দিকে রাজস্থানের পশ্চিমাংশে মরু জলবায়ু দেখা যায়।
২০. ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য গুলি কী কী?
উত্তর: অসম, বিহার এবং পশ্চিমবঙ্গ হলো ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য।
২১. শীতকালে ভারতে কোথায় তুষারপাত হয়?
উত্তর: জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমে চিৎকারে তুষারপাত হয়।
২২. ভারতের প্রধান স্থানীয় বায়ু গুলি কী কী?
উত্তর: ভারতের প্রধান স্থানীয় বায়ু গুলি হল লু এবং আঁধি।
২৩.. ভারতের উষ্ণতম মরুভূমি কোনটি?
উত্তর:- রাজস্থানের মরুস্থলি ভারতের উষ্ণতম মরুভূমি।
২৪.. দক্ষিণ ভারতের জলবায়ু কি প্রকৃতির?
উত্তর: দক্ষিণ ভারতের জলবায়ু হয় সমভাবাপন্ন।
২৫.. প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের লালাকে নিয়ন্ত্রণ করে
উত্তর:- ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হল মৌসুমী বায়ু।
২৬. মৌসুমী কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: মৌসুমী কথাটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে।
২৭. মৌসম শব্দের অর্থ কী?
উত্তর: মৌসম শব্দের অর্থ হয় ঋতু।
২৮. মৌসুমী শব্দটি প্রথমকে ব্যবহার করেন?
উত্তর:- মিশরের নাবিক হিপলাস প্রথম মৌসুমী শব্দটি ব্যবহার করেন।
২৯.. MONEX-এর পুরো কথা কী?
উত্তর: MONEX-এর পুরো কথা হল Monsoon Experiment
৩০. কোন মাসে ভারতের মৌসুমী বায়ু প্রবেশ করে?
উত্তর:- জুন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে।
৩১. মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে কোথায় প্রবেশ করে?
উত্তর: মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করে।
৩২. মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?
উত্তর: মৌসুমী বায়ু মালাবার উপকূলে কেরলে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়।
৩৩. গ্রীষ্মকালে ভারতে কোন মৌসুমী বায়ু প্রবাহিত হয়। উত্তর: গ্রীষ্মকালে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
৩৪. কোন ঋতুতে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘ উত্তর: শরৎকালে মৌসুমী বায়ুর ভারতে উত্তর-পূর্ব দিক থেকে প্রত্যাগমন ঘটে।
৩৫. ভারতের অধিকাংশ বৃষ্টিপাত কোন বায়ুর থেকে হয়?
উত্তর: ভারতের অধিকাংশ বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থেকে হয়।
৩৬.. ভারতে মৌসুমী বায়ুর শাখা গুলি কী কী?
উত্তর:- ভারতের মৌসুমী বায়ুর দুটি শাখা আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা।
৩৭.. ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হন ঋতু বৈচিত্র।
৩৮. ভারতে কোথায় শীতকালীন বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ুর করমন্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত হয়।
৩৯.. প্রত্যাগমন কারী মৌসুমী বায়ু কোন পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়?
উত্তর: প্রত্যাগমন কারী মৌসুমী বায়ু পূর্বঘাট পর্বতে বাধা পেয়ে পূর্ব চালে বৃষ্টিপাত ঘটায়।
৪০. কোন অঞ্চলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ুর করমন্ডল উপকূলে ।
৪১. মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কোন শ্রেণীর বৃষ্টিপাত
উত্তর: মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শৈলোপ বৃষ্টিপাত সর্বাধিক ঘটে।
৪২. পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়?
উত্তর:- পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়।
৪৩. পশ্চিমঘাট পর্বতের কোন দিকে বৃষ্টিছায়া অঞ্চল অবস্থিত?
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিছায়া অঞ্চল অবস্থিত।
৪৪. ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা কোন বায়ুর প্রভাবে কমে যায়?
উত্তর: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা কমে যায়।
৪৫.. কোন বায়ু প্রবাহ থেকে ভারতে শীতের তীব্রতা বৃদ্ধি পায়?
উত্তর: উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতের তীব্রতা বৃদ্ধি পায়।
৪৬. মৌসুমী বায়ুকে কোন কোন বায়ুর সংস্কারণ বলা হয়?
উত্তর:- মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর সংস্কারণ বলা হয়।
৪৭. ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের আবহাওয়া অফিস নিউ দিল্লিতে (মৌসমভবন) অবস্থিত।
৪৯. ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর: মেঘালয়ের মৌসিনরামে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয়।
৫০. ভারতের আর্দ্রতম অঞ্চল কোনটি?
উত্তর:- মেঘালয়ের মৌসিনরাম ভারতের আদ্রতম অঞ্চল।
৫১. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি?
উত্তর: রাজস্থানের জয়সালমীর ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অর্থাৎ ভারতের শুষ্কতম অঞ্চল।
৫২. ভারতে কোন মাসে উষ্ণতা সবচেয়ে বেশি না?
উত্তর: ভারতে মে মাসে উষ্ণতা সবচেয়ে বেশি হয়।
৫৩. ভারতের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর: রাজস্থানের ছোট্ট শহর পালোডি ভারতের উষ্ণতম স্থান।
৫৪. ভারতের শীতলতম মাস কোনটি?
উত্তর:- জানুয়ারি হয় ভারতের শীতলতম মাস।
৫৫. ভারতের জলবায়ু কী প্রকৃতির?
উত্তর: ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
৫৬. উত্তর ভারতের জলবায়ু কি প্রকৃতির
উত্তর:- উত্তর ভারতের জলবায়ু হয় চরমভাবাপন্ন।
৫৭. কালবৈশাখীর অপর নাম কী?
উত্তর::- কালবৈশাখীর অপর নাম হল নরওয়েস্টার।
৫৮. কালবৈশাখী ঝড়কে অসমে কী বলা হয়?
উত্তর: কালবৈশাখী ঝড়কে অসমে বরদৈছিলা বলা হয়।
৫৯. শরৎকালে কোন ঘূর্ণিঝড় দেখা যায়?
উত্তর: শরৎকালে আশ্বিনের ঝড় হয়।
৬০.কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়?
উত্তর: পশ্চিমী ঝঞ্জা শীতকালে দেখা যায়।
৬১. কোন বায়ুর প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়?
উত্তর: ভূমধ্যসাগরীয় ভালবায়ুর প্রভাবে ভারতে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়।।
৬২. উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপ প্রবাহকে কী বলে?
উত্তর:- উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপপ্রবাহকে লু বলা হয়।।
৬৩.রাজস্থান অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে কোন স্থানীয় বায়ু দেখা যায়?
উত্তর:- রাজস্থানী গ্রীষ্মকালে স্থানীয় বায়ু আঁধি দেখা যায়।।
৬৪. আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?
উত্তর:- দক্ষিণ ভারতের কেরলে আম্রবৃষ্টি দেখা যায়।
৬৫. চেরি ব্রোসোমস বৃষ্টিপাত কোন রাজ্যে হয়?
উত্তর: চেরি ব্রোসোমস বৃষ্টিপাত কর্নাটকে হয়।
No comments:
Post a Comment