Geography of India। ভারতের ভূ -প্রকৃতি। Geography G.k। All competitive exams questions Answer। G.k questions Answer in Bengali।
১. ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়।
উত্তর:-৮টি
২. ভারতে হিমালয়ের আয়তন কত লক্ষ বর্গ কিলোমিটার?
উত্তর- ৫
৩.দশ কোটি বছর আগে হিমালয় পর্বতমালার স্থানে কি নামে এক বিশাল সমুদ্র ছিল?
উঃ- টেথিস
৪.টেথিস সমুদ্রের উত্তরে এবং দক্ষিণে যথাক্রমে কোন দুটি প্রাচীন ভূখণ্ড ছিল?
উঃ- আশারল্যান্ড, গন্ডোয়ানাল্যান্ড।
৫. উত্তর ভারতের সমভূমির আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তর-: ৬,৫২,০০০
৬. এই অঞ্চলকে আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর-: 3 ভাগে
৭. দুটি নদীর মাঝখানে যে সমভূমি আছে, তাকে কি বলে?
উঃ-: দোয়াব
৮. মধ্য গাঙ্গেয় সমভূমি কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উঃ:- বিহার
৯. ব্রহ্মপুত্রের বৃহত্তম দ্বীপটির নাম —।
উঃ- মাজুলি।
১০. মরু অঞ্চল------পশ্চিমে অবস্থিত।
উত্তর- রাজস্থান
১১. মরু অঞ্চলের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তর:-১,৭৫০০০
১২.মরু অঞ্চলের আয়তন কার অভাবে গড়ে উঠেছে?
উত্তর- বৃষ্টিপাতের
১৩.যে বালিয়াড়িগুলি মাঝে মাঝে স্থান পরিবর্তন করে তাদের কি বলে?
উত্তর- ধ্রিয়ান
১৪. মরু অঞ্চলে প্রচুর অগভীর হ্রদ বা--------- দেখা যায়।
উত্তর-প্লায়া
১৫. মরু অঞ্চলের পূর্বদিকে কোন অঞ্চল আছে?
উঃ-: বাগার।
১৬. উপদ্বীপীয় মালভূমির উত্তরে রয়েছে কোন পর্বত?
উঃ-: সাতপুরা, মহাদেব, মহাকাল।
১৭. নীলগিরির উচ্চতম শৃঙ্গ কোনটি?
উঃ- দোদাবেতা
১৮.পূর্বঘাটের সর্বোচ্চ শিখর কোনটি?
উঃ-: মহেন্দ্রগিরি
১৯. দাক্ষিণাত্যের মালভূমিতে লাভাজাত কি দেখা যায়।
উঃ-: কৃয়মৃত্তিকা
২০. হিমালয়ের একটি উল্লেখযোগ্য পর্বতশ্রেণী –
উঃ-: পীরপঞ্চল
২১. প্রধান হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গ হলো-
উঃ:- এভারেস্ট
২২. হিমালয়ের খরস্রোতা নদীগুলি থেকে কি জিনিস উৎপন্ন হয়।
উঃ-: জলবিদ্যুৎ
২৩. হিমালয়ের পাদদেশে কিসের চাষ করা হয়?
উঃ-: চা
২৪. পূর্ব হিমালয়কে কয়টি অঞ্চলে ভাগ করা যায়?
উঃ-: তিনটি।
২৫. হিমাচল ও শিবালিকের মধ্যে যে উপত্যকাগুলি আছে, তাদের কি বলে ?
উঃ- দুন
২৬. উপদ্বীপীয় মালভূমির আয়তন কত?
উঃ- ১৩.৫ লক্ষ বর্গকিমি।
২৭. পশ্চিমঘাটের একটি উল্লেখযোগ্য শৃঙ্গের নাম লেখো।
উঃ- মহাবালেশ্বর।
২৮. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ-: আনহিমুদি
২৯. পূর্বঘাট কী ধরনের পর্বত ?
উত্তর-: ক্ষয়জাত।
৩০. পূর্বঘাটের সর্বোচ্চ শিখর কোনটি?
উঃ:- মহেন্দ্রগিরি।
৩১. পূর্বের মালভূমিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উঃ:- ৪টি।
৩২. বাগার কোথায় অবস্থিত? ভারতের একটি প্রবাল দ্বীপের নাম বল?
উত্তর:- রাজস্থানের মরু অঞ্চলের পূর্ব দিকে আরাবল্লী পাহাড়ের পাদদেশে যে অঞ্চল আছে তাকে বাগার বলে।
৩৩. ভারতের কোন উপকুলটি বেশী প্রশস্ত ?
উঃ;- ভারতের উপকূলটি দুই ভাগে বিভক্ত—পূর্ব ও পশ্চিম উপকূল। এদের মধ্যে পূর্ব উপকূলটি বেশি প্রশস্ত।
৩৪. হিমালয় কোন শ্রেণীর পর্বত ?
উঃ-: নবীন ভঙ্গিল পর্বত।
৩৫. টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল?
উত্তর- বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থিত, সেখানে বহু বছর পূর্বে টেথিস নাম এক সাগরের অবস্থান ছিল।
৩৬. দুন কী?
উত্তর-: হিমাচল ও শিবালিকের মধ্যে যে উপত্যাকাগুলি আছে তাদের দুন বলে।
৩৭. নাগা পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর-: নাগাল্যান্ড থেকে মায়ান মারের সীমান্ত বরাবর মণিপুর পর্যন্ত।
৩৮. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর-: ইমফল উপত্যাকায়।
৩৯. মেঘালয়ের মালভূমিতে কী কী পাহাড় আছে?
উত্তর-: মারো, খাথিয়া, জয়ন্ডিয়া, মিকির।
৪০. দোয়াৰ কী?
উত্তর-: দুটি নদীর মধ্যবর্তী সমভূমি হল দোয়াব।
৪১. খ্ৰীয়ান কী?
উত্তর:- বালিয়ারি গুলি প্রবল বায়ু প্রবাহের জন্য মাঝে মাঝে স্থান পরিবর্তন কে এগুলিকে শ্রীয়ান বলে।
৪২. প্লায়া কী?
উত্তর-: মরুভূমিতে প্রচুর অগভীর হ্রদ দেখা যায় এগুলিকে প্লায়া বলে।
৪৩. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর-: আনাইমুদি।
৪৪. আরব সাগরে অবস্থিত ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো।
উত্তর:- লাক্ষাদ্বীপ।
৪৫. ব্রহ্মপুত্র উপত্যকার বৃহত্তম দ্বীপের নাম কি ?
উত্তর:- মাজুলি দ্বীপ।
৪৬.ভারতের দাক্ষিণাত্যের মালভূমি কোন প্রদেশে বিস্তৃত?
উত্তর:- মহারাষ্ট্র, কর্ণাটক, অন্যপ্রদেশ ও তামিলনাড়ুর মধ্যে অবস্থিত।
৪৭. পূর্বমাটের সর্বোচ্চ শিখর কোনটি?
উত্তর:- মহেন্দ্রগিরি।
৪৮. ভারতের মরুভূমিটি কোথায় অবস্থিত?
উত্তর:- রাজস্থানে।
৪৯. ভারতের কয়েকটি দ্বীপের নাম লেখো।
উত্তর:- ব্যারেন, লাক্ষাদ্বীপ, মিনিকট দ্বীপপুঞ্জ, আমিনদিভি, নারকোডাম।
৫০. ভূপ্রকৃতিগতভাবে পশ্চিমবঙ্গকে কটি প্রধান ভাগে ভাগ করা যায় ও কী কী? যে কোনো একটি প্রধান ভূপ্রাকৃতিক ভাগের বর্ণনা দাও।
উঃ:- ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ৮টি অঞ্চলে ভাগ করা যায়
(১) উত্তরের দার্জিলিং জেলার হিমালয়ের পার্বত্য অঞ্চল (২) তরাই অঞ্চল (3) উত্তরের সমভূমি অঞ্চল (৪) রাঢ় অঞ্চল (৫) উপকূলের বালুকাময় সমভূমি অঞ্চল (৬) দক্ষিণ পর্বের সুন্দরবন অঞ্চল (৭) পশ্চিমের ক্ষয়প্রাপ্ত মালভূমি ও তরগায়িত উচ্চভূমি অঞ্চল (৮) গঙ্গার বদ্বীপ অঞ্চল।
গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল : গঙ্গার পলিমাটি দিয়ে গঠিত এই সমভূমি অঞ্চলটি পশ্চিমে ভাগীরথা হুগলী নদীর পূর্ব তীর থেকে পূর্বদিকে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে।
ভূগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য ও পলির বয়স অনুসারে গাঙ্গেয় বদ্বীপকে তিনটি ভাগে করা যায়। যেমন- (১) মুমূর্ষু দ্বীপ (২) পরিণত বদ্বীপ (৩) সক্রিয় বদ্বীপ।
(১) মুমূর্ষু বদ্বীপ : নদীয়া ও মুর্শিদাবাদ জেলার এই বদ্বীপ অংশের নদীগুলো গঙ্গা বা পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে মৃতপ্রায় হওয়ায় এই অঞ্চলের বদ্বীপ গঠন আর সম্ভব নয়। এখানে তাই প্রচুর বিল, জলাভূমি ও অশ্বখুরাকৃতি হ্রদ দেখা যায়।
(২) পরিণত বদ্বীপ : ছোটোনাগপুরের মালভূমি থেকে নদীবাহিত প্রচুর বালি, কাকর, পলি প্রভৃতি জমে বর্ধমান, মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় এই বদ্বীপ অঞ্চলের গঠন প্রায় শেষ হয়েছে। তাই এখানে জলাভূমির সংখ্যা অনেক কম ও মৃত্তিকাও বেশ কঠিন।
(৩) সক্রিয় বদ্বীপ ঃ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও কলকাতা জেলার দক্ষিণে নদী ও সমুদ্র বাহিত পলি দিয়ে বদ্বীপ গঠনের কাজ আজও চলছে। সমুদ্রের জোয়ারের প্রভাবে এখানকার মৃত্তিকা কিছুটা লবণাক্ত।
৫১. উপদ্বীপ অঞ্চলের শ্রেণিবিভাগ করো।
উত্তর:- প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে উপদ্বীপ অঞ্চলকে চার ভাগে ভাগ করা যায়। (১) পশ্চিমঘাট পর্বত বা সহাদ্রি পর্বত। (২) পূর্বঘাট পর্বত। (৩) দাক্ষিণাত্যের মালভূমি। (৪) পূর্বের মালভূমি।
৫২. মধ্য ভারতের উচ্চভূমিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর:- ভূপ্রকৃতি অনুসারে এই অঞ্চলকে ৮টি ভাগে ভাগ করা যায়-
(১) আরাবল্লী পাহাড়, (২) পূর্ব রাজস্থান উচ্চভূমি, (৩) মধ্যভারত, (৪) মালব মালভূমি, (৫) তে উচ্চভূমি, (২) রেওয়া মালভূমি, (৭) বিদ্য পর্বত, (৮) নর্মদা উপতাকা।
৫৩. উত্তর ভারতের বিশাল সমভূমির শ্রেণিবিভাগ করো।
উত্তর:- আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে ভারতের বিশাল সমভূমিকে তিন ভাগে ভাগ করা (১) পাঞ্জাব ও হরিয়ানার সমভূমি, (২) গঙ্গা সমভূমি ও (৩) ব্রহ্মপুত্র উপত্যকা।
৫৪. মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো।
উঃ:- মানবজীবনে পর্বতের প্রভাব :
(i) পর্বতের তুষার গলা জলে নদীগুলি জলে পুষ্ট থাকে যার ফলে জলবিদ্যুৎ উৎপাদন ও সেচের কাজে সুবিধা হয়। (ii) পর্বতগাত্রে তৃণভূমি প্রচুর পশুপালন করা হয় ও পার্বত্য বনভূমি থেকে কাট অন্যান্য বনজসম্পদ পাওয়া যায়। (iii) প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলে বহু পর্যটন শিল্প গড়ে উঠছে।
৫৫. বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যবর্তী একটি আগ্নেয় দ্বীপের নাম লেখো। পূর্বঘাটের সর্বোচ্চ শিখর কোনটি ?
উত্তর:- বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যবর্তী একটি আগ্নেয় দ্বীপের নাম হল –নারকোণ্ডাম।
পূর্ব ঘাটের সর্বোচ্চ শিখর—মহেন্দ্রগিরি।
৫৬. রাজস্থানের বালিয়াড়ি অঞ্চলে চলমান বালিয়াড়িকে কী বলে? প্লায়া কী?
উত্তর:- রাজস্থানের চলমান বালিয়াড়িকে “প্রিয়ান” বলে।
মরু অঞ্চলে প্রচুর অগভীর হ্রদ দেখা যায় এদের প্লায়া বলে।
৫৭. হিমাচল বা অব হিমালয় সম্বন্ধে যাহা জান লেখো।
উত্তর:- হিমাচল হিমালয় : শিবালিকের উত্তরে এবং হিমাদ্রির দক্ষিণে ৬০-৮০ কিমি চওড়া এবং ২,০০০-৫,০০০ মিটার উঁচু পর্বতশ্রেণি গুলিকে হিমাচল হিমালয় বলে। বহুযুগ ধরে ক্ষয়ের ফলে হিমাচল হিমালয় বহু অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। হিমাচলের প্রধান পর্বত শ্রেণি গুলি হল—পিরপঙ্কল, ধাওলাধর, মুসৌরী, মহাভারত প্রভৃতি। হিমাচল উত্তরে ক্রমশ চালু হয়ে হিমাদ্রিতে মিশেছে।
No comments:
Post a Comment