GK question answer in English part-38 | all competitive exams question answer| most important general knowledge|
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
General Knowledge Bengali: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক?
ক. পশ্চিমবঙ্গ
খ. গুজরাট
গ. উত্তরপ্রদেশ
ঘ. বিহার
২) কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়?
ক. ব্যারোমিটার
খ. হাইড্রোমিটার
গ. থার্মোমিটার
ঘ. স্ফিগমোম্যানোমিটার
৩) ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
ক. গিয়াস উদ্দিন বলবন
খ. ইলতুৎমিশ
গ. কুতুব উদ্দিন আইবক
ঘ. সমুদ্রগুপ্ত
৪) “বিশ্ব জনসংখ্যা দিবস” কবে পালন করা হয়?
ক. ৮ এপ্রিল
খ. ৯ ই আগস্ট
গ. ১১ জুলাই
ঘ. ১১ সেপ্টেম্বর
৫) হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
ক. ১৫৫৬ সালে
খ. ১৫৬৫ সালে।
গ. ১৫৭৬ সালে
ঘ. ১৫৮৬ সালে
৬) কততম সংশোধনীতে পঞ্চায়েতী রাজ্ ব্যবস্থ্যা সংবিধানে স্বীকৃতি পায়?
ক. ৭২ তম
খ. ৭৩ তম
গ. ৭৪ তম
ঘ. ৭৫ তম
৭) নীলনদের উৎস কী?
ক. আন্দিজ পর্বত
খ. তিব্বতীয় মালভুমি
গ. লোহিত সাগর
ঘ. ভিক্টোরিয়া হ্রদ
৭) ভোটদানের অধিকার সংবিধায়নের কোন ধারায় আছে?
ক. ৩২৬ ধারা
খ. ৩২৪ (২) ধারা
গ. ৩২৫ ধারা
ঘ. ৩১৭ ধারা
৮) “স্বত্ব বিলোপ নীতি ” কে প্রবর্তন করেন?
ক. লর্ড কর্নওয়ালিস
খ. লর্ড ডালহৌসি
গ. উইলিয়াম হেস্টিং
ঘ. লর্ড ক্যানিং
৯) মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?
ক. ভেস্যালিয়াস
খ. জেনার
গ. উইলিয়াম হার্ভে
ঘ. লুই পাস্তুর
১০) লোহিত রক্ত কণিকা কোথায় সৃষ্টি হয়?
ক. ফুসফুস
খ. হৃৎপিন্ড
গ. কিডনি
ঘ. অস্থিমজ্জা
No comments:
Post a Comment