Questions and answers from location,area, boundaries of India। ভারতের অবস্থান, আয়তন, সীমানা থেকে প্রশ্ন ও উত্তর। G.K। Geography G.K in Bengali। All competitive exams questions Answer।
১. কোন সালে চন্ডীগড়ের সৃষ্টি হয়?
উঃ- ১৯৬২।
২. ১৯৬৪ সালে নতুন কোন রাজ্যের সৃষ্টি হয়?
উঃ- নাগাল্যান্ড।
৩. ১৯৬৬ সালে পাঞ্জাবকে দুভাগে ভাগ করে কোন কোন রাজ্যের সৃষ্টি হয়?
উঃ- পাঞ্জাব, হরিয়ানা।
৪. ১৯৬৮ সালে মাদ্রাজের নাম পরিবর্তন করে কি রাখা হয়?
উঃ- তামিলনাড়ু।
৫. ১৯৬৯ সালে অসমের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত কোন রাজ্যের সৃষ্টি হয়েছে?
উঃ- মেঘালয়।
৬. ১৯৭৩ সালে মহীশূরের নাম পাল্টে - - রাখা হয়।
উঃ- কর্ণাটক।
৭. ১৯৭০ সালে কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া
উত্তর-— হিমাচলপ্রদেশ।
৮.১৯৭৫ সালে কোন্ নতুন অঙ্গরাজ্য তৈরি হয়?—
উঃ- সিকিম।
৯.'তিন বিঘা করিডোর' কোন রাজ্যে অবস্থিত ?
উঃ- পশ্চিমবঙ্গ।
১০. ভারতের স্বাধীনতা লাভের সময় কয়টি গভর্নর শাসিত প্রদেশ ছিল ?
উঃ- ১১ টি।
১২. ভারতের সংবিধানে ভারতকে কি বলা হয়েছে?
উঃ- সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র।
১৩.১৯৫০ সালে ভারতে কয় শ্রেণির রাজ্য ছিল?
উঃ- ৪ শ্রেণির।
১৪. ১৯৫৩ সালে 'রাজ্য পুনর্গঠন কমিশন' কিসের ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত করে ?
উঃ- গুজরাট ও মহারাষ্ট্র।
১৫.ভারতের পূর্ব দিকের সীমানা কী?
উত্তর:- ভারতের পূর্ব দিকে রয়েছে মায়ানমার, বাংলাদেশ এবং বঙ্গোপসাগর।
১৬. ভারতের সীমা বর্ণনা করো।
উত্তর:- আমাদের দেশ ভারত পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার দক্ষিণে অবস্থিত। উত্তরে ৩৭°৬' উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে ৮°৪' উত্তর অক্ষাংশ এবং পশ্চিমে ৬৮°৭′ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে ১৭°২৫' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।
১৭.ভারতের ভাষার ভিত্তিতে যে রাজ্যগুলি গঠিত হয়েছে, সেগুলি কী কী?
উত্তর:- রাজ্যপাল শাসিত ১৪টি – (১) অপ্রদেশ, (২) আসাম, (৩) ওড়িশা, ( 8 ) উত্তর প্রদেশ, (৫) কেরালা, (৬) জন্ম-কাশ্মীর, (৭) পশ্চিমবঙ্গ, (৮) পাঞ্চাব, (৯) বিহার, (১০) মুম্বাই, (১১) মধ্য প্রদেশ, (১২) মহীশূর, (১৩) মাদ্রাজ, (১৪) রাজস্থান। কেন্দ্র শাসিত ৬টি—(১) আন্দামান নিকোবর, (২) ত্রিপুরা, (৩) দিল্লি, (৪) মনিপুর, (৫) লাক্ষাদ্বীপ, (৬) হিমাচল প্রদেশ।
No comments:
Post a Comment