Most Important geography General knowledge। গুরুত্বপূর্ণ জিওগ্রাফি জেনারেল নলেজ - Fresh Gk Bangla

Breaking

Friday, September 2, 2022

Most Important geography General knowledge। গুরুত্বপূর্ণ জিওগ্রাফি জেনারেল নলেজ

Most Important geography General knowledge। গুরুত্বপূর্ণ জিওগ্রাফি জেনারেল নলেজ। G.k Geography। All competitive exams questions Answer। Geography G.K in Bengali।



Tabel of contents: 

* Important g.k

* Indian Geography g.k

* World geography g.k

* Geography g.k questions Answer

* ভূগোল থেকে গুরুত্বপর্ণ প্রশ্ন ও উত্তর


১. প্রশ্ন : হিমালয় কোন পর্বত শ্রেণি?

 উত্তর-: ভলি পর্বত শ্রেণি।


২. প্রশ্ন : উদীয়মান সূর্যের দেশ কোনটিকে বলা হয়?

উত্তর- জাপান।


৩. প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম স্বাদু বা মিষ্টি জলের হ্রদ কোনটি?

উত্তর- সুপিরিয়র হ্রদ।


৪. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কী ?

উত্তর- প্রশান্ত মহাসাগর। 


৫. প্রশ্ন : পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী?

উত্তর- অস্ট্রেলিয়া। 


৬. প্রশ্ন : বিশ্বে আয়তন অনুসারে সর্ববৃহৎ দেশ কোনটি?

উত্তর- রাশিয়া।


৭. প্রশ্ন : শ্রীলঙ্কা ও ভারতের মাঝে কি রয়েছে?

উত্তর- মান্নার উপসাগর এবং পক প্রণালী।


৮. প্রশ্ন : ভারতের পূর্বদিকের দ্বিতীয় প্রতিবেশি দেশ কোনটি?

উত্তর- মায়ানমার।


৯. প্রশ্ন : ভারতের পূর্বদিকের প্রধান প্রতিবেশি দেশ কোনটি? উত্তর- বাংলাদেশ।


১০. প্রশ্ন : ভারতের পশ্চিম দিকের প্রতিবেশি দেশ কোনটি?

উত্তর- পাকিস্তান।


১১. প্রশ্ন : বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোন্ শহরে রয়েছে?

উত্তর- ওয়াশিংটন।


১২. প্রশ্ন : জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?

উত্তর - বান কি মুন।


১৩. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশগুলির নাম কী?

 উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স, রাশিয়া এবং চিন।


১৪. প্রশ্ন : সম্মিলিত জাতি পুণ্ড্রের সর্বাপেক্ষা ক্ষমতাশালী অঙ্গ কোনটি?

উত্তর- নিরাপত্তা পরিষদ

১৫.প্রশ্ন : সম্মিলিত জাতি পুণ্ড্রের সদর দপ্তর কোন শহরে অবস্মিত ?

উত্তর- নিউইয়র্ক।


 ১৭.প্রশ্ন : কত সনে সম্মিলিত জাতি পুণ্ড্রের প্রতিষ্ঠা হয়েছিল ?

উত্তর- ১৯৪৫ সালে। 


১৯. প্রশ্ন : ভারতের প্রায় কত শতাংশ ভূমিতে চাষাবাদ হয়?

উত্তর- ৫০ শতাংশ (ভারতে প্রচুর চাষযোগ্য সমতল ভূমি রয়েছে)। 


২০.প্রশ্ন : ভারতের প্রায় কত শতাংশ লোক শহরে বাস করে?

উত্তর- ২৮ শতাংশ (সুতরাং ৭২ শতাংশ গ্রামে বাস করে)।


২১. প্রশ্ন : পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে?

 উত্তর। ১৬-১৭ শতাংশ (পৃথিবীর লোকসংখ্যা প্রায় ৬০০ কোটি)।


২২.প্রশ্ন : জনসংখ্যার দিকে সর্বথেকে ছোটো রাজ্য ভারতে কোনটি?

উত্তর- সিকিম (এলাকাগতভাবে গোয়া সব থেকে ছোটো)। 


২৩. প্রশ্ন : বর্তমান ভারতে কতগুলি রাজ্য রয়েছে?

উত্তর- ২৮টি (এছাড়া ৬টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে)।


২৪. প্রশ্ন: ২০০১ সনের জনগণনায় ভারতের লোকসংখ্যা প্রায় কত?

উত্তর- প্রায় ১০২ কোটি। 


২৫.প্রশ্ন : ভারতের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ?

উত্তর- ৩০ লক্ষ বর্গ কিমি (৩২,৮৭,২৬৩ বর্গ কিমি)। 


২৬.প্রশ্ন : সিন্ধু নদ ভারতের কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর- জম্মু ও কাশ্মির। (পরে পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগরে পড়েছে)। 


২৭.প্রশ্ন : সিন্দুনদীর উৎপত্তি কোথায় হয়েছে?

উত্তর- বর্তমান চিনের তিব্বত এলাকায় মানস সরোবর থেকে।


২৮. প্রশ্ন: ভারতে গঙ্গানদীর উৎপত্তি কোন রাজ্যে হয়েছে?

উত্তর- উত্তরাঞ্চল। (হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে)।


২৯.প্রশ্ন : ভারতে বর্তমানে বাৎসরিক লোকসংখ্যা বৃদ্ধির হার প্রায় কত?

উত্তর- গড়ে প্রায় ১.৮ শতাংশ (প্রতি হাজারে ১৮ জন)। 


৩০.প্রশ্ন: সমগ্র ভারতে সাক্ষরতার হার ২০০১ জনগণনার প্রায় কত শতাংশ?

 উত্তর- ৬৫ শতাংশ (পুরুষদের ৭৫ এর মহিলাদের ৫৪ শতাংশ)।


৩১. প্রশ্ন : ভারতে রাজ্যসমূহের মধ্যে সাক্ষরতার হার সর্বাধিক কোথায় ?

উত্তর- কেরালায়।


৩২.প্রশ্ন : ২০০১ সনের জনগণনায় ভারতে জনবসতির ঘনত্ব কত ছিল? 

উত্তর- প্রতি বর্গ কিলোমিটারে ৩২৪ জন।


৩৩. প্রশ্ন : ভারতে কোন রাজ্যে জনবসতির ঘনত্ব সর্বনিম্ন?

উত্তর- অনুণাচল প্রদেশ (প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০ জন |


৩৪.প্রশ্ন : ভারতের কোন রাজ্যে ২০০১ জনগণনায় জনবসতির ঘনত্ব সর্বাধিক? 

উত্তর- পশ্চিমবঙ্গ (প্রতি বর্গ কিলোমিটারে ১০৪ জন)।


৩৫.প্রশ্ন : ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে আইনসভা রয়েছে?

উত্তর- ২টি। (দিল্লি এবং পণ্ডিচেরিতে আইনসভা রয়েছে)।


 ৩৬.প্রশ্ন : ভারতে কোন ফসল সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয় ?

উত্তর- ধান বা চাউল।


৩৭.প্রশ্ন : দশ ডিগ্রী চ্যানেল ভারতের কোন্ অঞ্চলে রয়েছে?

উত্তর- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।


৩৮.প্রশ্ন : ভারতের মরুভূমি অঞ্চল কোন্ রাজ্যের অংশ ?

উত্তর- রাজস্থান।


৩৯.প্রশ্ন : ভারতের প্রধান জল বিভাজিকা কোন পর্বতশ্রেণি?

উত্তর- বিন্ধ্য পর্বত শ্রেণি।


৪০.প্রশ্ন : পক প্রণালী কোন দেশকে ভারতের থেকে বিচ্ছিন্ন করেছে?

উত্তর- শ্রীলংকা।


৪১. প্রশ্ন : কোন্ পর্বত শ্রেণি ভারতে সর্বাধিক দৈর্ঘের রয়েছে? 

উত্তর- হিমালয় পর্বতশ্রেণি।


৪২. প্রশ্ন : ভারতের এলাকা সর্বাধিক দৈর্ঘ্য উত্তর দক্ষিণে কত কিমি? 

উত্তর-  ৩২১৪ কিলোমিটার।


৪৩. প্রশ্ন : ভারতের সময় থেকে গ্রীনিচ বা লণ্ডন সময়ের পার্থক্য কত ঘণ্টা ?

উত্তর- ৫ ঘণ্টা ৩০ মিনিট।


৪৪. প্রশ্ন : ভারতের স্টান্ডার্ড সময় কত ডিগ্রী দ্রাঘিমা রেখায় ?

উত্তর- ৮২%, ডিগ্রী পূর্ব (এলাহাবাদের স্থানীয় সময়)। 


৪৫. প্রশ্ন : ভারতে প্রায় কত কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কপথ রয়েছে?

উত্তর- ৫৮ হাজার কিলোমিটার।


 ৪৬. প্রশ্ন : আয়তনে ভারত পৃথিবীর বৃহত্তম দেশ?

উত্তর-  সপ্তম (রাশিয়া, চিন, কানাডা, ব্রাজিল, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার পরে ভারত)।


৪৭. প্রশ্ন : জনসংখ্যায় ভারতের সর্ব বৃহৎ শহর কোনটি ?

উত্তর- মুম্বাই। (কলকাতা দ্বিতীয় শহর কিন্তু পিছিয়ে পড়েছে)।


 ৪৮. প্রশ্ন : ভারতে কোন ভাষায় সর্বাধিক লোক কথা বলে ?

উত্তর- হিন্দি (বাংলা ভাষায় দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক কথা বলে)। 


৪৯. প্রশ্ন : জারোয়া উপজাতির লোকের বাস কোন্ অঞ্চলে রয়েছে?

উত্তর- আন্দামান (বিশেষতঃ লিটিল আন্দামান ধাপে)।


৫০.প্রশ্ন: আর্য জাতির লোকের বাস সাধারণত কোন অঞ্চলে ?

 উত্তর-  উত্তর ভারতে (পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ প্রভৃতি রাজ্যে)।


৫১.প্রশ্ন: মোঙ্গল জাতির লোকের বাস প্রধানত কোন্ অঞ্চলে ? 

উত্তর-  উত্তর পূর্ব ভারতে 


৫২. প্রশ্ন : ভারতে প্ৰাবিড় জাতির লোকের বাস প্রধানত কোন অঞ্চলে?

উত্তর-  দক্ষিণ ভারতে (তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণটিক)।


৫৩. প্রশ্ন : ভারতের প্রাচিনতম পর্বত শ্রেণি কোনটি ? 

উত্তর-  আরাবল্লি পর্বতশ্রেণি (প্রধানত রাজস্থানে রয়েছে)।


৫৪. প্রশ্ন : বর্তমান ভারতীয় এলাকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ?

উত্তর-কাঞ্চনজঙ্ঘা  (সিকিম হিমালয়ে অবস্থিত উচ্চতা ৮৫৯৮ মি.)। 


৫৫. প্রশ্ন : বিশ্বের উচ্চতম পর্বতশ্রেণি মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার ?

উত্তর- ৮৮৪৮ মিটার।


৫৬. প্রশ্ন : গডউইন অষ্টিন শৃঙ্গটি কোন পর্বত শ্রেণির অন্তর্গত?

উত্তর- কারাকোরাম (শৃঙ্গটিকে কে- ২ বলা হয় এবং এটি বিশ্বের দ্বিতীয় উচ্চশৃঙ্গ এটি বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মিরে রয়েছে)। 


৫৭. প্রশ্ন : ভারতের নবীনতম পর্বত শ্রেণি কোনটি?

উত্তর-  হিমালয় পর্বত শ্রেণি (একটি ভঙ্গিল পর্বতশ্রেণি হিসাবে গঠিত)।


৫৮. প্রশ্ন : ভারতের দক্ষিণ দিকের প্রতিবেশি দেশসমূহ কী?

উত্তর- শ্রীলংকা এবং মালদ্বীপ।


৫৯. প্রশ্ন : ভারতের পশ্চিম দিকের প্রতিবেশি দেশসমূহ কী?

উত্তর-  পাকিস্তান এবং আফগানিস্তান।


৬০. প্রশ্ন : ভারতের পূর্ব দিকের প্রতিবেশি দেশসমূহ?

উত্তর- বাংলাদেশ এবং মায়ানমার।


৬১. প্রশ্ন : ভারতের উত্তর দিকের প্রতিবেশি দেশসমূহ কী? 

উত্তর- চিন, নেপাল, ভুটান (এবং চিন অধিকৃত তিব্বত)।


৬২. প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটিকে ধরা হয় ?

উত্তর-  মালদ্বীপ (ভারত মহাসাগরে কতগুলি ছোটো দ্বীপের সমষ্টি)। 


৬৩. প্রশ্ন : ভারতের বৃহত্তম প্রতিবেশি দেশ কোনটি?

উত্তর-  চিন (চিন ভারতের উত্তর দিকে এবং আয়তনে প্রায় তিন গুণ)।


৬৪. প্রশ্ন : কোন্ রাজ্যকে “খনিজ সম্পদের ভাণ্ডার" বলা হয়?

 উত্তর- ঝাড়খণ্ড (ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ রয়েছে)।


৬৫. প্রশ্ন : কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে ?

উত্তর- মধ্যপ্রদেশ।


৬৬. প্রশ্ন : কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ?

উত্তর - আহমেদাবাদ (গুজরাটে প্রচুর বস্ত্র বয়ন কারখানার জন্য)।


৬৭.  প্রশ্ন : খনিজ দ্রব্য উৎপাদনে কোন্ রাজ্য শীর্ষ স্থানে রয়েছে?

উত্তর- ঝাড়খণ্ড।


৬৮. প্রশ্ন : কোন্ রাজ্যে সর্বাধিক পরিমাণ দুধ উৎপন্ন হয় ?

উত্তর- উত্তরপ্রদেশ।


৬৯.প্রশ্ন : কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ চা উৎপন্ন হয় ?

উত্তর- আসাম।


৭০.প্রশ্ন : কোন রাজ্যে সর্বাধিক ধান বা চাউল উৎপন্ন হয় ? 

উত্তর- পশ্চিমবঙ্গ।


৭১. প্রশ্ন : রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন্ রাজ্যে অবস্থিত?

উত্তর- ওড়িশা।


৭২. প্রশ্ন : টাটা আয়রন এন্ড স্টীল কোম্পানি (টিকো) কোন রাজ্যে?

 উত্তর- ঝাড়খণ্ড রাজ্যে।


৭৩. প্রশ্ন : কোন্ খনিজ উৎপাদনে ভারত পৃথিবীতে শীর্ষস্থানে রয়েছে?

 উত্তর- অভ্র বা মাইকা। 


৭৪. প্রশ্ন : কোন্ রাজ্যে সব থেকে পুরাতন তেল খনি রয়েছে?

উত্তর-  আসাম।


৭৫. প্রশ্ন : ভারতে সবুজ বিপ্লব কোন্ রাজ্যে সর্বপ্রথম হয়েছিল ?

উত্তর- পাঞ্জাব।


৭৬.প্রশ্ন : ভারতের প্রধান খারিফ ফসল কী ?

উত্তর- ধান।


৭৭.প্রশ্ন : নাগার্জুন সাগর প্রকল্প কোন্ রাজ্যে রয়েছে?

উত্তর- অন্ধ্রপ্রদেশ।


৭৮. প্রশ্ন : ভাকরা-নাঙ্গাল বহুমুখী নদী প্রকল্প কোন রাজ্যে রয়েছে?

উত্তর- হিমাচল প্রদেশ।


৭৯. প্রশ্ন : দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর- রাজস্থান।


৮০. প্রশ্ন : হাওয়া মহল কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর- রাজস্থান।


৮১. প্রশ্ন : ভারতের প্রবেশ দ্বার কোন শহরকে বলা হয় ?

উত্তর- মুম্বাই।


৮২. প্রশ্ন : ভারতের দরওয়াজা কোন্ রাজ্যে রয়েছে?

উত্তর- উত্তর প্রদেশ।


৮৩. প্রশ্ন : মীনাক্ষী দেবীর মন্দির কোন রাজ্যে রয়েছে?

উত্তর- তামিলনাডু।


৮৪. প্রশ্ন : বৈশাখী উৎসবটি প্রধানতঃ কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ?

উত্তর- পাঞ্জাব।


৮৫. প্রশ্ন : ভারতনাট্যম নৃত্যশৈলী কোন রাজ্যে উদ্ভব হয়েছিল?

উত্তর- তামিলনাড়ু। 


৮৬. প্রশ্ন : পোঙ্গল উৎসবটি প্রধানতঃ কোন্ রাজ্যে প্রতি বছর অনুষ্ঠিত হয় ?

উত্তর- তামিলনাডু। 


৮৭. প্রশ্ন : শ্রীহরিকোটা রকেট উৎক্ষেপন কেন্দ্র কোন্ রাজ্যে ?

উত্তর- অন্ধ্রপ্রদেশ 


৮৮. প্রশ্ন : বিক্রম সারাভাই স্পেস সেন্টারটি কোথায় রয়েছে ?

উত্তর-  থুম্বা।


৮৯.  প্রশ্ন : লোকটাক হ্রদটি কোন্ রাজ্যে রয়েছে?

উত্তর- মণিপুর।


৯০.প্রশ্ন : কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন্ রাজ্যে অবস্থিত ? 

উত্তর- আসাম।


৯১. প্রশ্ন : ভারতের কোন্ রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় ? 

উত্তর- অনুণাচল প্রদেশে।


৯২.প্রশ্ন : অজন্তা গুহা মন্দির কোন রাজ্যে রয়েছে ?

উত্তর- মহারাষ্ট্র।


৯৩.প্রশ্ন: কোন রাজ্যে সূর্য মন্দির রয়েছে?

উত্তর- ওড়িশা।


৯৪. প্রশ্ন : সোমনাথ মন্দির কোন রাজ্যে অবি

উত্তর- গুজরাট।


৯৫. প্রশ্ন : আরব সাগরের রানী কোন শহরকে বলা হয় ?

উত্তর- কোচিন।


৯৬. প্রশ্ন : কোন শহরকে সোনালী শহর বলা হয় ?

উত্তর- জয়পুর।


৯৭. প্রশ্ন : কোন শহরকে বাগানের শহর বলা হয় ?

উত্তর- বাঙ্গালোর।


৯৮. প্রশ্ন : জম্মু ও কাশ্মিরের শীতকালিন রাজধানি কী ?

উত্তর- জম্মু।


৯৯. প্রশ্ন : ঝাড়খণ্ডের রাজধানি কী ?

উত্তর- রাঁচি।


১০০. প্রশ্ন : ছত্রিশগড় রাজ্যের রাজধানি কী?

উত্তর- রায়পুর। 


১০১. প্রশ্ন : জিম করবেট ন্যাশনাল পার্কটি কোন্ রাজ্যে রয়েছে?

উত্তর- উত্তরাঞ্চল।


১০২. প্রশ্ন : নৈনিতাল শহরটি কোন্ রাজ্যে রয়েছে?

উত্তর-  উত্তরাঞ্চল।


১০৩. প্রশ্ন : আন্নামালাই অভয়ারণ্য কোন্ রাজ্যে রয়েছে?

উত্তর- তামিলনাড়ু।


১০৪. প্রশ্ন : গণেশ চতুর্থী কোন্ রাজ্যের বিখ্যাত উৎসব?

উত্তর- মহারাষ্ট্র।


১০৫. প্রশ্ন : কোন শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়?

উত্তর- মাদুরাই।


১০৬. প্রশ্ন : মেরিনা বীচ কোন রাজ্যে রয়েছে?

 উত্তর- তামিলনাড়ু।


১০৭. প্রশ্ন : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানি কী ?

উত্তর- পোর্টব্লেয়ার।


১০৮.প্রশ্ন : ভারতের নবতম সমুদ্র বন্দর নবসেবা কোন্ রাজ্যে ?

 উত্তর- মহারাষ্ট্র।


১০৯. প্রশ্ন : ২০০১ সনের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের লোকসংখ্যা প্রায় কত কোটি?

উত্তর- ৮ কোটি।


১১০. প্রশ্ন : ভারতের প্রায় কত শতাংশ স্থান নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত?

 উত্তর- ২.৬ শতাংশ।


১১১. প্রশ্ন : পশ্চিমবঙ্গে কয়টি জেলাকে দ্বিখণ্ডিত করা হয়েছে?

উত্তর- তিনটি।


১১২.প্রশ্ন: পশ্চিমবঙ্গের সঙ্গে কতগুলি বিদেশী রাষ্ট্রের সীমানা রয়েছে?

উত্তর- তিনটি (নেপাল, ভুটান এবং বাংলাদেশ)।


১১৩. প্রশ্ন : উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় ?

উত্তর - শিলিগুড়ি


১১৪.প্রশ্ন : পশ্চিমবঙ্গে কয়টি রেল জোনের সদর দপ্তর রয়েছে?

উত্তর- দুটি।


১১৫. প্রশ্ন : পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কী ?

উত্তর- সদাকফু (৩৬৩০ মিটার উঁচু। দার্জিলিং জেলায় সিঙ্গালিলা পর্বত শ্রেণিতে)। 


১১৬.প্রশ্ন : পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা কোন জেলার সর্বাধিক?

উত্তর- পুরুলিয়া।


১১৭.প্রশ্ন : পশ্চিমবঙ্গে কোন জেলায় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে?

উত্তর- দক্ষিণ ২৪ পরগণায়। 


১১৮.প্রশ্ন: পাগলা ঝোরা জলপ্রপাত কোন জেলায় রয়েছে?

উত্তর- দার্জিলিং জেলায়।


১১৯.প্রশ্ন : পশ্চিমবঙ্গে প্রবাহিত কয়েকটি বরফগলা জলে পুষ্ট নদীর নাম কী?

উত্তর- গঙ্গা, তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোর্সা।


১২০.প্রশ্ন : পশ্চিমবঙ্গে প্রবাহিত কয়েকটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম করুন।

উত্তর- দামোদর, কংসাবতী, অজয়, ময়ূরাক্ষী।


১২১. প্রশ্ন : কোন্ স্থানে সাতটি উন্ন প্রস্রবণ রয়েছে?

উত্তর- বরোর।


১২২.প্রশ্ন : গ্রান্ট ট্যাংক রোড কত নম্বর জাতীয় সড়ক ?

উত্তর- ২ নং।


১২৩.প্রশ্ন : বিশ্বের উচ্চতম রেল স্টেশনটি কোন জেলায় রয়েছে?

উত্তর- দার্জিলিং

১২৪.প্রশ্ন : পশ্চিমবঙ্গে প্রবাহিত কয়েকটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম করুন।

উত্তর- কালিন্দি, মাতলা, রায়মাল।


১২৫.প্রশ্ন : পশ্চিমবঙ্গে বিধান সভার আসন সংখ্যা কত?

উত্তর- ২৯৪ টি।


১২৬.প্রশ্ন : পশ্চিমবঙ্গে কত স্তরের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে?

উত্তর ত্রিস্তর।


১২৭.প্রশ্ন : সৌরজগতে অবস্থিত সূর্যের নিকটতম গ্রহের নাম কী ?

উত্তর- বুধ বা মারকিউরি (৫.৭৬ কোটি কিমি দূরত্বে অবস্থিত)।


১২৮.  প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মোটামুটি কত কিলোমিটার ?

উত্তর- ১৫ কোটি কিমি। 


১২৯.প্রশ্ন : সৌরজগতের সর্ববৃহৎ গ্রহটির নাম কী?

উত্তর- বৃহস্পতি বা জুপিটার।


১৩০.প্রশ্ন : সৌরজগতে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক?

উত্তর- শনি বা সাটার্ন।


১৩১.প্রশ্ন : পৃথিবীর কয়টি উপগ্রহ রয়েছে?

উত্তর- একটি।


১৩২.প্রশ্ন : সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে ?

উত্তর- প্রায় ৮মিনিট।


১৩৩.প্রশ্ন : কোন রেখা বরাবর দিন ও রাত্রির সময় সর্বদাই সমান থাকে?

উত্তর- বিষুব রেখা বা নিরক্ষরেখা।


১৩৪.প্রশ্ন : কর্কটক্রান্তি রেখা কত ডিগ্রীর অক্ষরেখা?

উত্তর-23½ ডিগ্রী


১৩৫.প্রশ্ন : কত তারিখে উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়?

উত্তর- ২১ মার্চ এবং ২০ সেপ্টেম্বর তারিখে। 


১৩৬. প্রশ্ন : বার্ষিক গতির কারণে পৃথিবীতে কি ঘটে?

উত্তর- গত পরিবর্তন হয়।


১৩৭.প্রশ্ন : আত্নিক গতির কারণে পৃথিবীতে কি ঘটে?

উত্তর- দিনরাত্রি হয় এবং এর প্রভাবে জোয়ার ভাটা হয়।


১৩৮.প্রশ্ন. কোন ধরনের শিলার মধ্যে জীবাশ্ম থাকে।

উত্তর- পাললিক শিলা।


১৩৯.প্রশ্ন : ভারতের স্টান্ডার্ড সময় কত ডিগ্রী দ্রাঘিমা

উত্তর। 82½ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা।


 ১৪০. প্রশ্ন : মূল মধ্যরেখা বলতে, কোন রেখাকে বোঝায় ?

উত্তর-  শূন্য ডিগ্রী দ্রাঘিমা রেখাকে বুঝায়।


১৪১. প্রশ্ন : কোনো স্থানের সময় নির্ধারণ করার জন্য কোন রেখার উপর নির্ভর করতে হয় ?

উত্তর- দ্রাঘিমা রেখা।


১৪২.প্রশ্ন : সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান কত হতে পারে ?

উত্তর- ১৮০ ডিগ্রী।


১৪৩. প্রশ্ন : দ্রাঘিমা রেখার আকার কীরূপ?

উত্তর- অর্ধ-বৃত্তাকার।


১৪৪.প্রশ্ন : অক্ষরেখার সর্বাধিক মান কত হতে পারে ?

উত্তর- ৯০ ডিগ্রী।


১৪৫. প্রশ্ন : ভারতের প্রতিবেশি হিন্দু রাষ্ট্র কোনটি ?

 উত্তর- নেপাল।


১৪৬. প্রশ্ন : কোন্ নদী অঞ্চলকে দোয়াৰ বলা হয় ?

উত্তর-  দুইটি নদীর প্রবাহ ধারার মধ্যবর্তী অঞ্চল হল দোয়াব।


১৪৭.  প্রশ্ন : ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারি যন্ত্রের নাম কী ?

উত্তর- সিসমোগ্রাফ যন্ত্র এবং তৎসহ রিকটার স্কেল।









No comments:

Post a Comment