30 টি জীববিদ্যার গুরুত্বপূর্ণ McQ প্রশ্ন ও উত্তর। 30 Most Important Biology questions Answer। G.k।All competitive exams questions Answer - Fresh Gk Bangla

Breaking

Monday, September 5, 2022

30 টি জীববিদ্যার গুরুত্বপূর্ণ McQ প্রশ্ন ও উত্তর। 30 Most Important Biology questions Answer। G.k।All competitive exams questions Answer

 30 টি জীববিদ্যার গুরুত্বপূর্ণ Mcq প্রশ্ন ও উত্তর। 30 Most Important Biology questions Answer। G.k।All competitive exams questions Answer। Biology McQ।



সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেমন wbcs,rail, group C, group D, primary Tet, এক কথায় all competitive exams এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রশ্ন ও উত্তর গুলোর নিচে দেওয়া হল।


১. রাফাইডস নীচের কোন ধরনের যৌগ?

(ক) নাইট্রোজেন যৌগ

(খ) ক্যালসিয়াম কার্বোনেট

(গ) ক্যালসিয়াম অক্সালেট কেলাস 

(ঘ) কোনটাই নয়

উঃ (গ) ক্যালসিয়াম অক্সালেট কেলাস।


২. হরিতকীর রেচন পদার্থকে কি বলে?

(ক) গদ

(খ) রজন

(গ) তরুক্ষীর

(ঘ) কোনটাই নয়

উঃ- (খ) রজন।



৩. মানুষের রেচন অঙ্গ কি?

(ক) বৃক্ক

(খ) ফুসফুস

(গ) মূত্রনালী 

(ঘ) ত্বক

উত্তর:- (ক) বৃক্ক


৪. অ্যামিবার রেচন অঙ্গ হচ্ছে—

(ক) ফ্রেমকোষ

(খ) নেফ্রেডিয়া

(গ) সংকোচী গহ্বর

(ঘ) কোনটাই নয়

উঃ- (গ) সংকোচী গহ্বর।


৫. স্তন্যপায়ী প্রাণীর জরায়ুজ ভ্রূণকে কি বলে ?

(ক) লার্ভা 

(খ) শুক্রকীট

(গ) শিশু

(ঘ) কোনটাই নয় 

উত্তর:- (ঘ) কোনটাই নয়


৬. ইউগ্লিনার চলন কোন প্রকৃতির ?

(ক) সিলিয়ারী চলন

(খ) হামাগুড়ী চলন

(গ) অ্যামিবয়েড চলন 

(ঘ) ফ্লাজেলারী চলন

উঃ- (ঘ) ফ্ল্যাজেলারী চলন।


৭. প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম কি ?

(ক) ক্ষণপদ

(খ) সিলিয়া

(গ) ফ্ল্যাজেলা

(ঘ) নলীপ

উঃ- (খ) সিলিয়া।


৮. জীবদেহের নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক যৌগ যা দেহের জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে কি বলে ?

(ক) হরমোন

(খ) অনুঘটক

(গ) রেচন দ্রব্য

(ঘ) পাচক রস

উঃ- (ক) হরমোন।


৯. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন হল—

(ক) অক্সিন

(খ) জীবেয়ালিন

(গ) সাইটোকাইনিন

(ঘ) জুভেনাইল

উঃ- (ক) অক্সিন ।


১০. যে হরমোন গ্রন্থি সংলগ্ন অংশে কার্যকরী হয় তাকে বলে

(ক) গ্রন্থি হরমোন

(খ) স্থানীয় হরমোন

(গ) ট্রফিক হরমোন

(ঘ) নিউরো হরমোন

 উঃ- (খ) স্থানীয় হরমোন।


১১. পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোনকে কি বলা হয়?

(ক) জুভেনাইল হরমোন

(খ) নিউরো হরমোন 

(গ) অক্সিন

 (ঘ) ট্রফিক হর্মোন

উঃ- (ক) জুভেনাইল হরমোন। 


১২. মাস্টার গ্ল্যান্ড হচ্ছে--

(ক) অ্যাড্রেনাল গ্রন্থি

(খ) পিটুইটারী গ্রন্থি

(গ) থাইরয়েড গ্রন্থি

 (ঘ) কোনটাই নয়

উঃ- (গ) পিটুইটারী গ্রন্থি।


১৩. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কি নিয়ন্ত্রণ করে?

(ক) বামনত্ব

(গ) গ্লুকোজ

(খ) গলগণ্ড

(ঘ) মানসিক আবেগ

উঃ- (ঘ) মানসিক আবেগ


১৪. দুগ্ধ নিয়ন্ত্রক হরমোন কোনটি ?

(ক) ভাসোপ্রেসিন 

(খ) প্রোল্যারিন

(গ) অক্সিটোসিন

(ঘ) মেলাটোনিন

উঃ- (খ) প্রোল্যাক্টিন।


১৫. রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন কোনটি?.

(ক) ইনসুলিন

(খ) থাইমশিন

(গ) গ্লুকাগন

(ঘ) অ্যাড্রিনালিন

উঃ- (গ) গ্লুকাগন।


১৬. অক্সিন গাছের কোথায় পাওয়া যায় ?

(ক) বিটপের ডগায়

(খ) মূলে

(গ) কোনটাতেই

(ঘ) কাণ্ডে

উঃ- (ক) বিটপের ডগায়।


১৭. প্রকৃতিতে নিষেকবিহীন বীজহীন ফল সৃষ্টির পদ্ধতিকে কি বলে?

(ক) ফুটটেক

(খ) অটোকাপি

(গ) পার্থোলোকাপি

(ঘ) কোনটাই নয়

উঃ- (গ) পার্থোনোকার্পি।


১৮.পাতা ও ফলের পতন রোধ করে কোন হরমোন ?

(ক) জিব্বারেলিন

(খ) অক্সিন

(গ) কাইলি

(ঘ) সাইটোকাইনি

উঃ- (খ) অক্সিন ।


১৯. কোনটি অন্যগুলো থেকে ভিন্ন ধরনের ?

(ক) TSH

(খ) হিস্টামিন

(গ) FSH

(ঘ) ACTH

উঃ- (গ) হিস্টামিন (এ ধরনের substrate, অন্যগুলো হরমোন)


২০. অগ্ন্যাশয় হল-

(ক) অন্তঃক্ষরা গ্রন্থি

(খ) বহিঃক্ষরা গ্রন্থি

(গ) উভধর্মী গ্রন্থি

(ঘ) কোনটাই নয়।

উঃ- (গ) উভধর্মী গ্রন্থি।


২১. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় ? 

(ক) গ্লুকাগন 

(খ) গ্যাস্ট্রীন

(গ) ইনসুলিন

 (ঘ) কোনটাই নয়

উঃ- (খ) ইনসুলিন।


২২. বংশগতিবিদ্যার জনক কে?

(ক) মেন্ডেলীভ

(খ) বেনেডেন

(গ) মেন্ডেল

(ঘ) ল্যামার্ক

উঃ- (গ) মেন্ডেল।


২৩. মেন্ডেলের বংশগতি সূত্র কটি?

(ক)1

(খ) 2

(গ) 3

(ঘ) 4টি

উঃ- (খ) 2টি।


২৪. এক সংকর জননের ফলাফল হল--

(ক) 3:3:1

(খ) 3 : 1

(গ) 9:3:3:1

(ঘ) কোনটাই নয়

উঃ- (খ) 3:1  (ফেনোটাইপ)।



২৫. দ্বিসংকর জননের ফলাফল নীচের কোনটি?

(ক) 3:3:1

(খ) 3:1

(গ) 9:3:3:1

(ঘ) কোনটিই নয়

উত্তর:-(গ) 9:3:3:1


২৬. জেনেটিক্স শব্দের অবতারণা কে করেন?

(ক) মেন্ডেল

(খ) বেনেডেন

(গ) বেটসন

(ঘ) জোহানসেন

উঃ- (গ) বেটসন (1906)


২৭. অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা কে?

(ক) ল্যামার্ক

(খ) ডারউইন

(গ) ডিসি

(ঘ) কেউই নয়

উঃ- (ক) ল্যামার্ক।


২৮. ‘Origin of the Species' বইয়ের লেখক কে ?

(ক) ল্যামার্ক

(খ) ডারউইন

(গ) মেন্ডেল

(ঘ) অ্যারিস্টটল

উঃঃ- (ক) ডারউইন।


২৯. 'ন্যাচারাল সিলেকশন' মতবাদের সূত্রপাত কে করেন?

(ক) ডি ভ্রিস

(খ) ল্যামার্ক

(গ) ডারউইন

(ঘ) লিনিয়াস

উঃ- (খ) ডারউইন


৩০. মিউটেন তত্ত্বের অবতারণা কে করেন?

(ক) রবার্ট হুক

(খ) মেন্ডেল

(গ) ডি ভ্রিস

(ঘ) ল্যামার্ক

উঃ- (গ) ডি ভ্রিস


৩১. 'জীববিদ্যার নিউটন' কাকে বলা হয় ?

(ক) ডেন

(খ) ল্যামার্ক

(গ) লিনিয়াস

(ঘ) ডারউইন

উঃ- (ঘ) ডারউইন।






No comments:

Post a Comment