জীববিদ্যা সাধারণ জ্ঞান। Biology MCQ। Biology questions Answer in Bengali - Fresh Gk Bangla

Breaking

Sunday, September 4, 2022

জীববিদ্যা সাধারণ জ্ঞান। Biology MCQ। Biology questions Answer in Bengali

জীববিদ্যা সাধারণ জ্ঞান। Biology MCQ। Biology questions Answer in Bengali।



১. সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত?

(ক) টমসন বিক্রিয়া

(খ) কেলভিন বিক্রিয়া

(গ) কালো বিক্রিয়া

(ঘ) কোনটাই নয়

উঃ (খ) কেলভিন বিক্রিয়া। 


২. পরিবেশ থেকে শ্বাস অঙ্গের বায়ু গ্রহণ হচ্ছে

(ক) নিঃশ্বাস

(খ) প্রশ্বাস

(গ) বহিঃশ্বসন

(ঘ) অন্তঃশ্বসন

উঃ:- (খ) প্রশ্বাস


৩. শ্বাসঅঙ্গ থেকে পরিবেশে বায়ু ত্যাগকে কি বলে ?

(ক) নিঃশ্বাস

 (খ) বহিঃশ্বসন

(গ) প্রশ্বাস

(ঘ) অন্তঃশ্বসন

উঃ:- (ক) নিঃশ্বাস।



৪. শ্বাসঅঙ্গ ও দেহরস মধ্যে গ্যাসীয় বিনিময়কে বলে—

(ক) বহিঃশ্বসন

(গ) অঙ্গশ্বসন

(খ) অন্তঃশ্বসন

(ঘ) কোনটিই নয়

উঃ:- (ক) বহিঃশ্বসন।


৫. দেহরস ও কোষকলার মধ্যে গ্যাসীয় বিনিময়কে কি বলে ?

(ক) অন্তঃশ্বসন

(খ) কোষ শ্বসন

(গ) অঙ্গশ্বসন

(ঘ) কোনটিই নয়।

উঃ:- (ক) অন্তঃশ্বসন।


৬. মানুষের শ্বাসঅঙ্গের কোথায় গ্যাসীয় বিনিময় ঘটে?

(ক) ফুসফুস

(খ) বায়ুস্থলি 

(গ) কোষ

(ঘ) লসিকা

উঃ;- (খ) বায়ুস্থলী।


৭. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণক্ষমতা কত ?

(ক) 3 লিটার

(খ)5 লিটার

(গ) 6 লিটার

(ঘ) ৪ লিটার

উঃ:- (গ) 6 লিটার।


৮. S. E.M.P পথ কোনটি ?

(ক) গ্লাইকোলিসিস

(খ) প্রান্তীয় শ্বসন

(গ) ক্রেবস চক্র

(ঘ) কোনটিই নয়

উঃ:- (গ) ক্রেবস চক্র।


৯. মুক্ত অক্সিজেনের সহায়তায় যে শ্বসন হয় তাকে কি বলে?

(ক) অবাত শ্বসন

(খ) সবাত শ্বসন

(গ) অ্যাসিড চক্র

(ঘ) কোনটিই নয়

উঃ:- (খ) সবাত শ্বসন।


১০. শ্বসনকালে কটি ATP অণু উৎপন্ন হয় ?

(ক) 30

(খ) 35

(গ) 30

(ঘ)40

উত্তর:-(গ) 38


 ১১. রোমন্থক প্রাণীর পাকস্থলীতে কটি প্রকোষ্ঠ আছে?

(ক) 3

(খ) 2

(গ) 4

(ঘ) কোনটিই নয়

উত্তর-:(গ) 4


১২. মাছের হৃদপিণ্ড সম্পর্কে কোনটি ঠিক নয় ?

(ক) দুটি প্রকোষ্ঠ

(খ) ভেনাস হার্ট 

(গ) একচক্রী হৃদপিণ্ড

(ঘ) দ্বিচক্রী হৃদপিণ্ড

উঃ:- (ঘ) দ্বিচক্রী হৃদপিণ্ড।


 ১৩. মানুষের হৃদপিণ্ড হল-

(ক) একচক্রী হৃদপিণ্ড

(খ) দ্বিচক্রী হৃদপিণ্ড

(গ) দুটোই

(ঘ) কোনটাই নয়

উঃ:- (গ) দ্বিচক্রী হৃদপিণ্ড।


১৪. কেঁচোর রক্ত লাল হওয়ার কারণ-

 (ক) হিমোগ্লোবিন

(খ) হিমোসায়ানিন

(গ) হিমোটায়ালিন

(ঘ) কোনটিই নয়

 উঃ:- (ক) হিমোগ্লোবিন (দ্রবীভূত)।


১৫. মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে ?

(ক) হিমোগ্লোবিন 

(খ) লোহিত কণিকা

 (গ) শ্বেত কণিকা

(ঘ) লসিকা

উঃ:- (ক) হিমোগ্লোবিন।



১৬. নীচের কোনটি আলাদা প্রকৃতির ?

(ক) রঞ্জন

(খ) উপক্ষার

(গ) ট্যানিন

(ঘ) কফি

উঃ:- (ঘ) কফি।


১৭. নীচের কোনটি ঠিক নয় ?

(ক) কুইনিন—সিঙ্কো

(খ) মরফিন আফিম

(গ) নিকোটিন তামাক

(ঘ) কোকেইন—কি

উঃ:- (ঘ) কোকেইন— কফি।


১৮. নীচের কোনটি ঠিক নয় ?

(ক) রিসিন - নাক্সভোমিকা

(খ) ক্যাফেইন কফি

(গ) থিইন-চা

(ঘ) বেলেডোনা কোকো

উঃ:-  (ঘ) বেলেডোনা – কোকো।


১৯. কেঁচোর রেচন অঙ্গের নাম কি ?

 (ক) সংকোচী গহ্বর

(খ) ফ্রেমকোষ

(গ) নেফ্রিডিয়া

(ঘ) কন্সাল গ্রন্থি

উঃ:- (গ) নেফ্রিডিয়া।


২০. চিংড়ির রেচন অঙ্গ হল -

(ক) ফ্রেমকোষ

(খ) গ্রীন গ্লান্ড

(গ) ম্যালপিজিয়ান নালিকা

(ঘ) বৃক্ষ

উঃ:- (খ) গ্রীন গ্লান্ড।



২১. নীচের কোনটি ঠিক নয় ?

(ক) চ্যাপ্টাকৃমি——ফ্রেমকোষ

(খ) আরশোলা মালপিজিয়ান নালিকা

(গ) মানুষ—বৃক্ক

(ঘ) মাকড়সা-সংকোচী কোষ

উঃ:- (ঘ) মাকড়সা-সংকোচী কোষ।


২২. প্রতিদিন মানুষের মূত্র নিঃসরণের পরিমাণ কত ?

(ক) 6 লিটার

(খ) 0.5 লিটার

(গ) 5 লিটার

(ঘ) 1-1.5 লিটার

উঃ:- (ঘ) 1-1.15 লিটার।



২৩. বাহ্য উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত চলনকে উদ্ভিদের চলন বলে।

(ক) ট্যাকটিক

(খ) ট্রপিক

 (গ) ন্যাস্টিক

(ঘ) থার্মোন্যাস্টি

উঃ:- (ক) ট্যাক্টিক।


২৪. শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলনকে বলে?

(ক) হাইড্রোট্যাক্সিস 

(খ) হাইড্রোট্রাপিজম

(গ) কেমোট্যাক্সিস

(ঘ) হেলিড ট্রপিজম

উঃ:- (গ) কেমোট্যাক্সিস।


২৫. নীচের কোনটি সঠিক নয় ? 

(ক) সূর্যমুখী—ফোটোন্যাস্টি

(খ) শালুক থারমোন্যাস্টি

(গ) শৈবাল — হাইড্রোট্যাক্সিস 

(ঘ) লজ্জাবতি— কেমোন্যাস্টি

উঃ:- (ঘ) লজ্জাবতি কেমোন্যাস্টি।


২৬. নীচের কোনটি সঠিক নয়?

(ক) লজ্জাবতি – সিমোন্যাস্টি

 (খ) তামাক ফুল—নিকটিন্যাস্টি 

(গ) টিউলিপ — ফটোন্যাস্টি

(ঘ)  সূর্যশিশির—হাইড্রোন্যাস্টি

উঃ:- (ঘ) সূর্যশিশির—হাইড্রোন্যাস্টি। 


২৭ সপুষ্পক উদ্ভিদের নিষেককে কি বলে?

(ক) এক নিষেক

(খ) দ্বিনিষেক

(গ) বহুনিষেক

(ঘ) কোনটিই নয়।

উঃ:- (খ) দ্বিনিষেক।


২৮. বাষ্পমোচন প্রধানত ঘটে ?

(ক) মূলে (গ) পাতায়

(খ) কাণ্ডে

 (গ) পাতায়

(ঘ) কোনটিই নয়।

উঃ:- (গ) পাতায়।



২৯. বাষ্পমোচন বেশি হয় কখন ?

(ক) গ্রীষ্মকালে

(খ) শরৎকালে

(গ) বর্ষাকালে

(ঘ) শীতকালে

উঃ:- (ক) গ্রীষ্মকালে।



৩০. শ্বসনের প্রধান শ্বসন বস্তু কি?

(ক) শ্বেতসার

(খ) লিপিড

(গ) সুক্রোজ

(ঘ) গ্লুকোজ

উঃ:- (ঘ) গ্লুকোজ। 


৩১. শ্বসনকালে অক্সিজেন পরিবহনকারী তাম্রঘটিত রঞ্জক-

(ক) ক্লোরোকুনিন

(খ) হিমোতারিপিন

(গ) হিমোসায়ানিন

(ঘ) হিমোগ্লোবিন

উঃ:- (গ) হিমোসায়ানিন।


৩২. একজন সুস্থ মানুষ স্বাভাবিক প্রশ্বাস ও নিঃশ্বাসকালে যে পরিমাণ বায়ু গ্রহণ ও বর্জন করে তাকে কি বলে ?

(ক) টাইডাল ভল্যুম

(খ) ভাইটাল ক্যাপাসিটি

(গ) ইনসপেরিটরি ক্যাপাসিটি

(ঘ) লাঙ্গ ক্যাপাসিটি

উঃ:- (ক) টাইডাল ভল্যুম।


৩৩. মৃত ও গলিত জৈব বস্তুর উপর জন্মানো উদ্ভিদকে বলে-

(ক) পরজীবি

(খ) মিথোজীবি

(গ) মৃতজীবি 

(ঘ) স্বভোজী

 উঃ:- (গ) মৃতজীবি।


৩৪. নীচের কোনটি উদ্ভিদের মাক্রো উপাদান?

(ক) Mn

(খ) Zn

(গ) Cu

(ঘ) Ca

উঃ:- (ঘ) Ca


৩৫. নীচের কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান---

(ক) Mg

(খ) Ca

(গ) B

(ঘ) P

উত্তর:- (গ) B



৩৬. একক শর্করাকে কি বলে ?

(ক) মনোস্যাকরাইড

(খ) ডাইস্যাকরাইড

(গ) পলিস্যাকরাইড

(ঘ) কোনটিই নয়

উঃ:- (ক) মনোস্যাকরাইড।


৩৭ সরল প্রোটিন কোনটি?

(ক) লিপোপ্রোটিন

(খ) গ্লোবিন

(G4) ক্রোমোপ্রোটিন

(ঘ) প্লাইকোপ্রোটিন

উঃ:- (ক) লিপোপ্রোটিন।


৩৮ স্নেহ পদার্থের ক্যালরি মূল্য কত ?

(ক) 4.1

(খ) 4.5

(গ) 9.3

(ঘ) 7.3

উত্তর- (গ) 9.3


৩৯. প্রাণীর স্বাভাবিক কার্যাবলীর জন্য প্রয়োজনীয় খনিজ মৌলের সংখ্যা—

(ক) 12

(খ) 11

(গ) 8

(ঘ) 10

উঃ:- (ঘ) 10


৪০. মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে ঘটে তা হল-

(ক) কোলিন

(খ) বায়োটিন

(গ) রিবোফ্লোভিন

(ঘ) ফাইলো কুইনোন

উঃ:- (গ) রিবোফ্লোভিন।


৪১. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয়?

(ক) A

(খ) B

(গ)D

(ঘ) C

উত্তর- (ঘ) C


৪২. টায়ালিন উৎসেচক নিঃসৃত হয় কোথা থেকে ?

(ক) মুখ গহ্বর

(খ) ক্ষুদ্রান্ত

(গ) পাকস্থলী

(ঘ) বৃহদন্ত্র

উঃ:- (ক) মুখ গহ্বর


৪৩. নীচের কোন ভিটামিন জলে দ্রাব্য ?

(ক) A

(খ) D

(গ) B

(ঘ) P

উত্তর- (গ) B


৪৪. নীচের কোন ভিটামিন স্নেহ দ্রাব্য ?

(ক) B

(খ) C

(গ) P

 (ঘ) K

উঃ:- (ঘ) K


৪৫. চিংড়ির রক্ত রঞ্জক কি?

(ক) হিমোগ্লোবিন

(খ) হিমোএরিপ্রিন

(গ) হিমোসায়ানিন

(ঘ) মায়োগ্লোবিন

উঃ:- (গ) হিমোসায়ানিন।


৪৬. সরীসৃপের হৃদপিণ্ড---

(ক) ছি প্রকোষ্ঠ

(খ) ত্রি প্রকোষ্ঠ

(গ) চতুঃ প্রকোষ্ঠ

(ঘ) কোনটিই নয়

উঃ:- (খ) ত্রি প্রকোষ্ঠ।



৪৭. উপক্ষার কোন প্রকৃতির যৌগ ?

(ক) কার্বোহাইড্রেট

(খ) নাইট্রোজেন ঘটিত

(গ) নাইট্রোজেনহীন

(ঘ) কোনটাই নয়

উঃ:- (খ) নাইট্রোজেন ঘটিত।


৪৮. সিস্টোলিথ হচ্ছে---

(ক) জৈব যৌগ

(খ) ক্যালসিয়াম কার্বনেট যৌগ

(গ) ক্যালসিয়াম অক্সালেট কেলাস

(ঘ) অজৈব যৌগ

উঃ:- (ঘ) ক্যালসিয়াম কার্বনেট যৌগ।












No comments:

Post a Comment