Science GK questions with answer in Bengali । Primary Tet।All competitive exams questions Answer।
১. রক্তে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড পরিবহণ করা যে রক্তকণিকার কাজ তার নাম কি ?
উত্তর- লোহিত রক্তকণিকা।
২. বন্ধ্যাত্ব নিবারক ভিটামিন কি ?
উত্তর- ভিটামিন 'ই'।
৩.মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে ?
উত্তর– ৪ শতাংশ।
৪. অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি ?
উত্তর – ক্যালসিয়াম ও ফসফরাস।
৫. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কিরূপ ?
উত্তর-— ৪ : ১: ১।
৬. অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি ?
উত্তর – ক্যালসিয়াম।
৭. মানবদেহে শব্দৎপন্ন হয় কোথায় ?
উত্তর — স্বরযন্ত্রে।
৮.পাকস্থলী থেকে কি ক্ষরিত হয়?
উত্তর – পেপসিন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড।
৯.মানবদেহে রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে রক্তের কোন কণিকা ?
উত্তর- শ্বেতকণিকা ।
১০. মানুষের লালা রসে উপস্থিত এনজাইমের নাম কি ?
উত্তর– টায়ালিন।
১১.আমাদের দেহে কোষের তুলনায় কতগুণ বেশি অণুজীব বাস করে ?
উত্তর – দশগুণ।
১২.মানবদেহে ক্ষুদ্র অণুজীবের সংখ্যা কত – মস্তিষ্ক কয় ভাগে বিভক্ত ও কি কি ?
উত্তর – তিন ভাগে।
১৩.মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশ কোনটি ?
উত্তর– গুরুমস্তিষ্ক
১৪.উন্নত প্রাণীদের মস্তিষ্ক যে আবরণ দ্বারা বেষ্টিত তাকে কি বলে ?
উত্তর – মেনিনজেস ।
১৫. মস্তিষ্কের কত অংশ মানুষের কাজে লাগে ?
উত্তর– শতকরা ১০ ভাগ।
১৬.গর্ভসঞ্চারের প্রথম দিকে ভ্রুণের মস্তিষ্কে কি হারে নিউরোন সৃষ্টি হয় ?
উত্তর – মিনিটে আড়াই লাখ হারে।
১৭. মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি ?
উত্তর – শ্বেতকণিকা ।
১৮. মানুষের সাধারণত কত জোড়া স্পাইনাল নার্ভ থাকে ?
উত্তর- ৩১ জোড়া
১৯.চোখের আইরিসের কেন্দ্রে অবস্থিত ছিদ্রটির নাম কি ?
উত্তর– পিউপিল।
২০. মানুষের অ্যাপেনডিক্স কোথায় অবস্থান করে?
উত্তর- সিকামে।
২১. মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?
উত্তর– দেহকোষে।
২২. রক্তে লোহিত ও শ্বেত কণিকার স্বাভাবিক সংখ্যা কত ?
উত্তর- ৫০০০০, ও ৫০০০ - ৮০০০
২৩. 'রক্ত জমাট বাঁধার পর রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে ?
উত্তর- সিরাম
২৪. মানবদেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি ?
উত্তর- উরুর অস্থি যাকে বলা হয় ফিমার।
২৫.অণুচক্রিকার কাজ কি ?
উত্তর– রক্ত জমাট বাঁধানো। অণুচক্রিকা থ্রম্বোপ্লাসটিন উৎসেচক নিঃসরণ করে রক্ততঞ্চনে সহায়তা করে। রক্ততঞ্চিত হতে সময় লাগে 3-4 মিনিট।
২৬. দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?
উত্তর – শ্বসন ।
২৭.দেহে মেলানিনের প্রধান কাজ কি ?
উত্তর- সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা।
২৮. কোন রঞ্জক পদার্থ চর্মের রঙ কালো বা ফর্সা করে ?
উত্তর- মেলানিন।
২৯.কোন গ্রন্থির রসে রক্তের গ্লুকোজ হ্রাস পায় ?
উত্তর– অগ্ন্যাশয়।
৩০. রক্তে প্রয়োজনাতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায় ?
উত্তর - ডায়াবেটিস
৩১. কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায়় ?
উত্তর – ইস্ট্রোজেন
৩২. অক্ষিগোলকের প্রাচীরের নাম কি ?
উত্তর– রেটিনা
No comments:
Post a Comment