প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। - Fresh Gk Bangla

Breaking

Sunday, August 8, 2021

প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

 প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর



আজকের পাঠে বিগত প্রাইমারি টেট, বিষয় – পরিবেশ বিজ্ঞান – এর আগত প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে আলোচনা করা হলো। এই বিভাগ গুলি থেকে মোট ৩০ নম্বরের ৩০ টি করে মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে  প্রাইমারি টেট পরীক্ষায হয়েছিল মোট150 নম্বরের এবং প্রতি বিষয়ে 30 নম্বরের 30 টি করে প্রশ্ন ছিল। আগত প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা আজ বিগত  সালের পরিবেশ বিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম ..




1.Population Pessimism Theory  জনক কাকে বলা হয়?

উঃ টিআরম্যালথাসকে


2.গভীর জলজ ইকোসিস্টেমের প্রধান উৎপাদক কারা?

উঃ ফাইটোপ্লাংকটন


3.মানুষের পপুলেশন বৃদ্ধি লেখচিত্র কীরূপ?

উঃ  S আকৃতির



 4.জৈব সার রূপে ব্যবহৃত একটি ফার্নের নাম লেখ

উঃ অ্যাজোলা (Azolla)


5.আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উঃ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে


6.পরিবেশ সংক্রান্ত বিখ্যাত 3P সূত্রটি কি?

উঃ পপুলেশন (Population), পোভার্টি (Poverty) এবং পলিউশন (Pollution)


7.জাতীয় জীব বৈচিত্র আইন কবে চালু হয়?

উঃ ২০০৮ সালে


8.জাতীয় জীব বৈচিত্র আইন কবে চালু হয়?

উঃ ২০০৮ সালে


9.শুঁটি জাতীয় উদ্ভিদ চাষে কি সুবিধা হয়?

উঃ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয়


10.কতগুলি অভয়ারণ্য আমাদের দেশে আছে?

উঃ ২১১ টি


11.কালো সীসা কাকে বলা হয়?

উঃ গ্রাফাইট কে


12.সাইলেন্ট ভ্যালি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন আন্দোলন করে?

উঃ কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ (KSSP)


13.বাতাসে কার্বন মনোক্সাইড এর প্রধান উৎস কি?

উঃ অসম্পূর্ণ দহন


14.চিপকো আন্দোলনের প্রধান দাবি কি ছিল?

উঃ বৃক্ষ বাঁচাও বৃক্ষছেদন বন্ধ করো


15.নীরব বসন্তবইটি কার লেখা?

উঃ শ্রীমতি রচেল কার্সন


16.একটি ব্যাকটেরিয়া নাম করো যা মাটিতে নাইট্রোজেন ধরে রাখে

উঃ রাইজোবিয়াম


17.হরিয়ানার কোথায় শকুন পুনর্বাসন কেন্দ্র অবস্থিত?

উঃ পিঞ্জোরে


18.অসমের প্রসিদ্ধ গন্ডার সংরক্ষণ কেন্দ্রের নাম কি?

উঃ কাজিরাঙ্গা


20.পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়?

উঃ জলদাপাড়া অভয়ারণ্য


21.কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয়েছে?

উঃ গঙ্গার শুশুক


22.ডাইক্লোফেনাক শকুনের কোন অঙ্গ কে নষ্ট করে দেয়?

উঃ কিডনি বা বৃক্ক


23.বসুন্ধরা শিখর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে


24.পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখ

উঃ সুন্দরবন


26.ইন সিটু সংরক্ষণ কোথায় দেখা যায়?

উঃ ন্যাশনাল পার্কঅভয়ারণ্যবায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি স্থানে


27.ভারতের লুপ্তপ্রায় একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখ

উঃ এশিয়াটিক লায়ন


28.পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি পাখির নাম উল্লেখ করো

উঃ ডোডো পাখি


29.বনের একদম উপরে স্তরটিকে কি বলা হয়?

উঃ ক্যানোপি (Canopy)


30.কোন সালকে আন্তর্জাতিক বন বর্ষ বলে ঘোষণা করা হয়েছিল?

উ- বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য ২০১১ সালকে সম্মিলিত জাতিপুঞ্জ 'আন্তর্জাতিক বনবর্ষঘোষণা করেছিল


31.বায়ু বাহিত দুটি রোগের নাম লেখ

উঃ টিবি (T.B.) এবং ডিপথেরিয়া


32.একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লেখ

উঃ ম্যালেরিয়া


33.পরিবেশ আইন কোন সালে তৈরি হয়?

উঃ ১৯৮৬ সালে


34.গৌণ বায়ু দূষক গুলি কি কি?

উঃ PAN ( Polyacrylonitrile), অ্যালডিহাইড নাইট্রেট ইত্যাদি


35.সম্পূর্ণ নাম লেখঃ

BOD- Biochemical Oxygen Demand.

36.পোলিও রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি?

উঃ পোলিও মায়োলাইটিস


37.ম্যালেরিয়া বাহক কোন প্রাণী?

উঃ স্ত্রী এনোফিলিস


38.কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি?

উঃ ভিব্রিও কলেরাই নামক ব্যাকটেরিয়া


39.টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি?

উঃ সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া


40.আর্সেনিক দূষণের ফলে মানব দেহে কোন রোগের সৃষ্টি হয়?

উঃ আর্সেইনিকোসিস্


41.পান মশলা এবং সুপারিতে কি বিপদজনক রাসায়নিক থাকে?

উঃ অ্যারাকোলিন


42.প্রথম ব্লাড ব্যাংক কত সালে স্থাপিত হয়?

উঃ ১৯৩৬ খ্রিঃ


43.একটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও

উঃ নিস্ অ্যাম্ফিবোলাইট


44.ইকোলজিক্যাল পিরামিডের অপর নাম কি?

উঃ এলটনস পিরামিড


45.ইকোলজিক্যাল পিরামিডের অপর নাম কি?

উঃ এলটনস পিরামিড


46.বিশনয়ী আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিল?

উঃ অমৃতা বাঈ


47.চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন?

উঃ সুন্দরলাল বহুগুণা


48.জীববৈচিত্রের স্বর্গরাজ্য কাকে বলে?

উঃ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কে


49.জীববৈচিত্রের স্বর্গরাজ্য কাকে বলে?

উঃ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কে


50.বাস্তুতন্ত্রে খাদ্য স্তরের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?

উঃ চার


51.বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

উঃ ২০.৯৪%


52.ওজোন স্তরের ছিদ্র হচ্ছে তা প্রথম কত সালে বিজ্ঞানীদের নজরে আসে?

উঃ ১৯৮২ খ্রিঃ


53.এলিসা টেস্ট কি কাজে ব্যবহৃত হয়?

উঃ মানবদেহে এইডস্ রোগ হয়েছে কিনা জানার জন্য এলিসা টেস্ট করা হয়


54.পশ্চিমবঙ্গের দুইটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ

উঃ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র


55.খাদ্যে বিষক্রিয়া ঘটায় এমন একটি জীবাণুর নাম লেখ?

উঃ স্টেফাইলোকক্কাস


56.Sand Fly কোন রোগ ছড়ায়?

উঃ কালাজ্বর


57.আন্তর্জাতিক স্তরে বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের জন্য কোন সংস্থা কাজ করে?

উঃ CITES ( Convention on International trade in Endengered Species).



58.শব্দের মাত্রা কত হলে মানুষের মৃত্যুর হতে পারে?

উঃ 200db বা ডেসিবেল



59.পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে তৈরি হয়?

উঃ ১৯৮৯ সালে


60.জল দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে তৈরি হয়?

উঃ ১৯৭৪ সালে


       অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ”পরিবেশ বিজ্ঞান" বিষয়ের সমস্ত  প্রশ্ন ও উত্তর    ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।




No comments:

Post a Comment