GK questions answer in Bengali part-36 | most important general knowledge | all competitive exams question answer| - Fresh Gk Bangla

Breaking

Friday, February 16, 2024

GK questions answer in Bengali part-36 | most important general knowledge | all competitive exams question answer|

GK questions answer in Bengali part-36 | most important general knowledge | all competitive exams question answer|



  1. লেবুতে কোন্ অ্যাসিড থাকে ?

Ans : সাইট্রিক অ্যাসিড ।

  1. বােলতা ও পিপড়ে কামড়ালে উহারা মানুষের দেহে কোন্ অ্যাসিড প্রবেশ করায় ? 

Ans : ফরমিক অ্যাসিড । 

  1. সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ? 

Ans : নাগরিক সভ্যতা ।

  1. সূর্যের আলােক রশ্মিতে কি কণা থাকে ?

Ans : ফোটন ।

  1. লন্ডন শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত ?

Ans : টেম ।

  1. পেয়ারা ফলের ত্বকে কোন্ কোষ থাকে ? 

Ans : স্কেলেরাইড । 

  1. একটি কঠিন যােগকলার উদাহরণ কি ?

Ans : অস্থি ।

  1. মেঘে ঢাকা তারা ‘ ছবিটি কে পরিচালনা করেন ? 

Ans : ঋত্ত্বিক ঘটক ।

  1. বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি ?

Ans : র্যাফ্রেসিয়া । 

  1. পথের পাঁচালী ‘ চলচ্চিত্রটি কত খ্রীস্টাব্দে মুক্তিপ্রাপ্ত হয় ? 

Ans : ১৯৫৫ খ্রঃ ।

  1. সালােকসংশ্লেষের আলােকদশা কোথায় অনুষ্ঠিত হয় ?

Ans : গ্রনা অংশে । 

  1. ইউনাইটেড নেশন ’ কত খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

Ans : ১৯৪৫ খ্রীঃ । 

  1. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি ? 

Ans : ওয়েলিংটন । 

  1. চুলের রং কালাে হয় কোন্ পদার্থের উপস্থিতিতে ? 

Ans : কেরােটিন এর জন্য ।

  1. খানুয়ার যুদ্ধ কত খ্রীস্টাব্দে অনুষ্ঠিত হয় ?

Ans : ১৫২৭ খ্রঃ । 

  1. তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার নিকট পরাজিত হয় ? 

Ans : মহম্মদ ঘুরী । 

  1. কোন্ প্রাণী মুখ দ্বারা মল ত্যাগ করে ? 

Ans : বাদুড় ।

  1. কড়ি দিয়ে কিনলাম ’ উপন্যাসটির লেখক কে ? 

Ans : বিমল মিত্র ।

  1. মিলান শহরটি কোন দেশে অবস্থিত ?

Ans : ইতালি ।

  1. আলােক তরঙ্গ কি ধরনের তরঙ্গ ? 

Ans : তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ।

  1. মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফন্ড দুটি কি দ্বারা যুক্ত থাকে? 

Ans : করপাস কলােসাম ।


  1. মানব শরীরের সবচাইতে বড় কোষ কোটি ? 

Ans : নিউরােন । 

  1. আয়ােডিনের অভাবে মানব শরীরে কোন্ ব্যাধি হয়? 

Ans : গলগন্ড ।

  1. ন্যাশানাল ইনস্টিটিউট অব নিউট্রিশন ’ কোথায় অবস্থিত ? 

Ans : হায়দরাবাদে ।

  1. মানুষের বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে যে পেশীটি থাকে তার নাম কি ?

Ans : ডায়াফ্রাম ।


No comments:

Post a Comment