ভূমিরূপ প্রক্রিয়া (প্রথম অধ্যায়) : দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন || HS Class 12 Geography suggetion 2023|| - Fresh Gk Bangla

Breaking

Wednesday, November 23, 2022

ভূমিরূপ প্রক্রিয়া (প্রথম অধ্যায়) : দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন || HS Class 12 Geography suggetion 2023||

ভূমিরূপ প্রক্রিয়া (প্রথম অধ্যায়) : দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন || HS Class 12 Geography suggetion 2023||




 ১. আবহবিকার কাকে বলে ?

উত্তরঃ যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত । হয়ে মূল শিলার ওপরেই থেকে যায় সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে । 

২. ভূঅভ্যন্তরে যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে কী স্তর বলে ? 

উত্তরঃ ভূঅভ্যন্তরে যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে অপ্রবেশ্য স্তর বলে । 

৩. গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূআলোড়ন দায়ী ? 

উত্তরঃ মহিভাবক আলোড়ন । 

৪. আরোহণ প্রক্রিয়া কাকে বলে ? 

উত্তরঃ যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে । 

৫. জৈবিক অস্ত্রের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কী ধরনের মৃত্তিা তৈরি হয় ? 

উত্তরঃ কৃমুক্তিকা । চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণকার্যের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোটো গর্তের সৃষ্টি হয় , এদের সোয়ালো হোল বলে । এগুলি ফ্রান্সে সচ নামে পরিচিত। 

৬. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কী ? 

উত্তরঃ আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক ভূমির ঢাল । 

৭. মহিভাবক আলোড়ন শক্তি কীভাবে কাজ করে ? 

উত্তরঃ মহিভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উল্লম্বভাবে কাজ করে । 

৮. ক্ষুদ্রকণা বিশরণ কোন জাতীয় শিলায় দেখা যায় ? 

উত্তরঃ একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিশরণ দেখা যায় । 

১. রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ করা যায়— (ক) নিরক্ষীয় জলবায়ু (খ) মরু জলবায়ু (গ) শুষ্ক নাতিশীতোয় (ঘ) মেরু জলবায়ু — অঞ্চলে 

উত্তরঃ (ক) নিরক্ষীয় জলবায়ু

২. একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো— (ক) আবহবিকার (খ) গিরিজনি আলোড়ন (গ) নদীর কাজ (ঘ) বায়ুর কাজ 

উত্তরঃ (খ) গিরিজনি আলোড়ন

৩. শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার ? (ক) অঙ্গারযোজন (খ) শল্কমোচন (গ) জলযোজন (ঘ) জারণ প্রক্রিয়া 

উত্তরঃ (ঘ) জারণ প্রক্রিয়া

৪. ‘ দ্বিতীয় ক্রম ’ ভূমিরূপ হলো— (ক) মহাদেশ (খ) বালিয়াড়ি (গ) সার্ক (ঘ) মালভূমি 

উত্তরঃ (ঘ) মালভূমি

৫. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো— (ক) ভূমির ঢাল – (খ) পুঞ্জিত স্খলনের পরিমাণ (গ) স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন (ঘ) নদীর ক্ষয়শক্তি 

উত্তরঃ (ক) ভূমির ঢাল

৬. অন্তর্জাত প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো— (ক) পর্যায়ন (খ) আবহবিকার (গ) সমস্থিতি (ঘ) ভূবিপর্যয় 

উত্তরঃ (ঘ) ভূবিপর্যয়

৭. নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় ? (ক) পুঞ্ঝক্ষয় (খ) হিমবাহ ক্ষয় (গ) অগ্ন্যুৎপাত (ঘ) নদীর মাধ্যমে ক্ষয় 

উত্তরঃ (গ) অগ্ন্যুৎপাত

৮. ভঙ্গিল পর্বত গঠিত হয় কীসের দ্বারা ? (ক) গিরিজনি আলোড়ন (খ) মহিভাবক আলোড়ন (গ) ইউস্ট্যাটিক আলোড়ন (ঘ) সমস্থিতিক আলোড়ন 

উত্তরঃ (ক) গিরিজনি আলোড়ন

৯. রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়— (ক) শুষ্ক জলবায়ু (খ) আর্দ্র জলবায়ু (গ) শীতল জলবায়ু (ঘ) প্রায় শুষ্ক জলবায়ু – অঞ্চলে 

উত্তরঃ (খ) আর্দ্র জলবায়ু

১০. অবরোহণ বলতে সাধারণত বোঝায়— (ক) নদীর (খ) বায়ুর (গ) হিমবাহের (ঘ) সমুদ্রতরঙ্গের — ক্ষয়কাজ 

উত্তরঃ (ক) নদীর

১১. অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো— (ক) ক্ষয়ীভবন (খ) পর্যায়ন (গ) আবহবিকার (ঘ) পুঞ্জিত ক্ষয় 

উত্তরঃ (খ) পর্যায়ন

১. আবদ্ধ অ্যাকুইফার কী ? 

উত্তরঃ যে অ্যাকুইফারের উপরে ও নীচে অপ্রবেশ্য শিলাস্তর থাকে এবং দুই প্রান্ত উন্মুক্ত হয় , তাকে আবদ্ধ অ্যাকুইফার বলে । আর্টেজীয় কূপ তৈরি হয় ) ।

২. ‘ Valley of Geysers ‘ কোথায় দেখা যায় ?

উত্তরঃ রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় 6 কিলোমিটার অঞ্চল জুড়ে 90 টি গিজার রয়েছে । এটি Valley of Geysers নামে পরিচিত । 

৩. অ্যাকুইক্লুড কাকে বলে ? 

উত্তরঃ অ্যাকুইকুড হলো একটি জলরোধক স্তর । এই স্তর অত্যধিক সচ্ছিদ্রতার জন্য জলপূর্ণ হয়ে পড়লে অপ্রবেশ্য শিলাস্তরের মতো আচরণ করে অর্থাৎ এই স্তর থেকে জল পরিবাহিত হতে পারে না ।

৪. ‘ গিজার ’ কী ? 

উত্তরঃ আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো কোনো স্থান থেকে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় অন্তর বাষ্প মিশ্রিত জল ফোয়ারার মতো প্রবল বেগে গর্জন করে উপরের দিকে উৎক্ষিপ্ত হয় , তাকে গিজার বলে । 

৫. কার্স্ট পিনাকেল কাকে বলে ? 

উত্তরঃ ক্রান্তীয় অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমি হলো কার্স্ট টাওয়ার এবং টাওয়ারগুলি অতিতীক্ষ্ণ আকার হলে তাকে কার্স্ট পিনাকেল বলে । 

৬. অন্ধ উপত্যকার সংজ্ঞা দাও । 

উত্তরঃ চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো সিঙ্কহোল সৃষ্টি হলে নদী উপত্যকাটি যেহেতু জলপূর্ণ থাকে এবং তারপর হঠাৎ ভূগর্ভে অন্তর্হিত হয় , তাই সিঙ্কহোল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাটিকে অন্ধ উপত্যকা বলে । 

৭. প্রস্রবণ রেখা কাকে বলে ? 

উত্তরঃ যদি কোনো রেখা ধরে জলপৃষ্ঠ ভূপৃষ্ঠকে স্পর্শ করে , তবে সেই রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ পর পর গড়ে ওঠে , একে প্রস্রবণ রেখা বলে । 

৮. সহজাত জলের অপর নাম কী ? 

উত্তরঃ সহজাত জলের অপর নাম জন্মগত জল । অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে কী বলে ? অসম্পৃত্ত স্তরের নিম্নগামী জলকে ভাদোস জল বলে । 

৯. ‘ কদম পাত্র ‘ কাকে বলে ? 

উত্তরঃ যে উয় প্রস্রবণ দিয়ে কাদাজলের মিশ্রণ বের হয় তাকে ‘ কর্দম পাত্ৰ ‘ বলে । 

১০. পোনর কী ? 

উত্তরঃ ভূপৃষ্ঠের চিরপ্রবাহী নদী যে পথ দিয়ে অভ্যন্তরে পৌঁছায় সেই সুড়ঙ্গপথটি হলো পোনর । 

১১. ‘ হেলিকটাইট ‘ কী ? 

উত্তরঃ চুনাপাথরের গুহার অভ্যন্তরে ক্যালসাইট তীর্যকভাবে , পাশাপাশি বাঁকানো বা অন্যান্য আকৃতির গড়ে উঠলে তাকে ‘ হেলিকটাইট ‘ বলে । 

১২. মিটিওরিক জল কী ? 

উত্তরঃ বৃষ্টিপাত ও তুষারপাতের জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূঅভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয় । একে মিটিওরিক জল বলে । 

১৩. আবদ্ধ জলাধার কীভাবে তৈরি হয় ? 

উত্তরঃ দু’টি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে ও তার উপরিভাগ উন্মুক্ত অবস্থায় থাকলে আবদ্ধ জলাধার তৈরি হয় । 

১৪. অ্যাকুইফার কী ? 

উত্তরঃ ভূপৃষ্ঠের নীচে প্রবেশ্য শিলাস্তরের পর অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে জল চুঁইয়ে প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হয় । এই সঞ্চিত জলকে অ্যাকুইফার বলে ।

১. বড়ো আকারের গ্রাইককে পূর্বতন যুগোশ্লাভিয়ায়— (ক) ক্লিস্ট (খ) বোগাজ (গ) সিঙ্কহোল (ঘ) ডোলাইন — বলে 

উত্তরঃ (খ) বোগাজ

২. চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে বলে— (ক) রেগোলিথ (খ) টেরারোসা (গ) রেনজিনা (ঘ) কোনোটিই নয় 

উত্তরঃ (গ) রেনজিনা

৩. দু’টি গ্রাইক – এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলে— (ক) স্ট্যালাগমাইট (খ) ক্লিন্ট (গ) ডোলাইন (ঘ) পোলজি 

উত্তরঃ (খ) ক্লিন্ট

৪. স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায়— (ক) পলিগঠিত অঞ্চলে (খ) মরু অঞ্চলে (গ) ভারতের পশ্চিম উপকূলে (ঘ) কার্স্ট অঞ্চলে 

উত্তরঃ (ঘ) কার্স্ট অঞ্চলে

৫. অ্যাকুইফিউজ স্তরের একটি উদাহরণ হলো— (ক) গ্রানাইট (খ) কাদাপাথর (গ) শেল (ঘ) চুনাপাথর 

উত্তরঃ (ক) গ্রানাইট

৬. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় যে জল নির্গত হয় , তাকে বলে— (ক) জন্মগত জল (খ) উৎস্যন্দ জল (গ) মিটিওরিক জল (ঘ) সামুদ্রিক জল 

উত্তরঃ (খ) উৎস্যন্দ জল


৭. হিমাচল প্রদেশের মণিকরণের উন্ন প্রস্রবণ হলো । একটি— (ক) সংযোগ (খ) চ্যুতি (গ) বিদার (ঘ) খনিজ দ্রবণ – প্রস্রবণ 

উত্তরঃ (খ) চ্যুতি

৮. ভারতে চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায়— (ক) উত্তরাখণ্ডের দেরাদুনে (খ) মধ্যপ্রদেশের গোয়ালিয়রে (গ) রাজস্থানের ভরতপুরে (ঘ) বিহারের ভোজপুরে 

উত্তরঃ (ক) উত্তরাখণ্ডের দেরাদুনে 

৯. কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশালাকার গর্তকে বলে— (ক) ডোলাইন (খ) হামস (গ) পোলজে (ঘ) সিঙ্কহোল 

উত্তরঃ (গ) পোলজে

১০. চুনের আধিক্যে মৃত্তিকা হয়— (ক) অম্লধর্মী (খ) ক্ষারকীয় (গ) প্রশমিত (ঘ) কোনোটিই নয় 

উত্তরঃ (খ) ক্ষারকীয়

১১. ক্ষুদ্র প্রস্রবণকে বলে— (ক) গিজার (খ) ফন্টেনলি (গ) আর্টেজীয় কূপ (ঘ) চ্যুতি প্রস্রবণ 

উত্তরঃ (খ) ফন্টেনলি

১২. ভারতে প্রস্রবণ রেখা দেখা যায়— (ক) দেরাদুনে (খ) বিশাখাপত্তনমে (গ) শিলঙে (ঘ) কোনোটিই নয় 

উত্তরঃ (ক) দেরাদুনে

No comments:

Post a Comment