Units in Mathematics,length, weight,liquid,area,volume,product counting,paper counting units of measurement। গণিতে একক, দৈর্ঘ্য, ওজন,তরল, ক্ষেত্রফল, ঘনফল, দ্রব্য গণনা, কাগজ গণনা, পরিমাপের একক।
একক:
দৈর্ঘ্য পরিমাপের মূল একক হ'ল মিটার।
ওজন পরিমাপের মূল একক হ'ল গ্রাম।
তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক হল লিটার।
• দৈর্ঘ্য পরিমাপের একক :
১০ মিলিমিটার= ১ সেন্টিমিটার
১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার
১০ ডেসিমিটার = ১ মিটার
১০ মিটার= ১ ডেকামিটার
১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার
১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার
১ কিলোমিটার = ১০ হেক্টোমিটার
= ১০০ ডেকামিটার
=১০০০ মিটার
১০০০ মিলিমিটার = ১ মিটার
১০০ সেন্টিমিটার = ১ মিটার
১০ ডেসিমিটার = ১ মিটার
১০০০ মিটার= ১ কিলোমিটার
১০০ ডেকামিটার = ১ কিলোমিটার
১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার
১ মিটার= ১০ ডেসিমিটার = ১০০ সেন্টিমিটার
= ১০০০ মিলিমিটার
= ১০০০ মিটার
দৈর্ঘ্য পরিমাপের একক:
১০ মিলিগ্রাম= ১ সেন্টিগ্রাম
১০ সেন্টিগ্রাম= ১ ডেসিগ্রাম
১০ ডেসিগ্রাম = ১ গ্রাম
১০ গ্রাম = ১ ডেকাগ্রাম
১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম
১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম
১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল
১০০০ মিলিগ্রাম= ১ গ্রাম
১০০ সেন্টিগ্রাম = ১ গ্রাম
১০ ডেসিগ্রাম = ১ গ্রাম
১০০০ গ্রাম = ১ কিলোগ্রাম
১০০ ডেকাগ্রাম = ১ কিলোগ্রাম
১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম
১০ কুইন্টালে = ১ টন
১ টন = ১০০০ কিলোগ্রাম
১০ টন = ১ মেট্রিক টন
তরল পরিমাপের মূল একক :
১০ মিলিলিটার = ১ সেন্টিলিটার
১০০০ মিলিলিটার = ১ লিটার
১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার
১০০ সেন্টিলিটার = ১ লিটার
১০ লিটার = ১ ডেকালিটার
১০ ডেসিলিটার = ১ লিটার
১০০০ লিটার = ১ কিলোলিটার
১০ ডেকালিটার= ১ হেক্টোলিটার
১০০ ডেকালিটার = ১ কিলোলিটার
১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার
১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার
• ক্ষেত্রফল পরিমাপের একক :
১০০ বর্গ মিলিমিটার = ১ বর্গ সেন্টিমিটার
১০০ বর্গ সেন্টিমিটার= ১ বর্গ ডেসিমিটার
১০০ বর্গ ডেসিমিটার= ১ বর্গ মিটার
১০০ বর্গ মিটার = ১ বর্গ ডেকামিটার
১০০ বর্গ ডেকামিটার = ১ বর্গ হেক্টোমিটার
১০০ বর্গ হেক্টোমিটার = ১বর্গ কিলোমিটার
১০০বর্গ কিলোমিটার = ১ বর্গ মিরিয়্যামিটার (Myriametre)
১ বর্গ হেক্টোমিটার = ১০০০০ বর্গ মিটার = ১ হেক্টর (hectare)
১০০ আর (are)= ১ হেক্টর (hectare )
ঘনফল পরিমাপের একক :
১০০০ ঘন মিলিমিটার= ১ ঘন সেন্টিমিটার
১০০০ ঘন সেন্টিমিটার = ১ঘন ডেসিমিটার
১০০০ ঘন ডেসিমিটার=১ ঘন মিটার
১০০০ ঘন মিটার = ১ ঘন ডেকামিটার
১০০০ ঘন ডেকামিটার =১ ঘন হেক্টোমিটার
১০০০ ঘন কিলোমিটার= ১ ঘন মিরিয়্যামিটার (Myriametre)
দ্রব্য গণনা :
১২টি দ্রব্য = ১ ডজন
১২ গ্রোস = ১ গ্রেট গ্রোস (Great gross)
২০টি দ্রব্য = ১ স্কোর ( Score)
১২ ডজন = ১ গ্রোস (Gross)
বেকারি ডজন = ১৩টি দ্রব্য।
৪টি দ্রব্য = ১ গণ্ডা
২০ গণ্ডা = ১ পোন
১৬ পোন = ১ কাউন
কাগজ গণনা :
২৪টা কাগজ= = ১ দিস্তা (Quire
২০ দিস্তা= ১ রিম (Rear) = ৪৮০ টা কাগজ
1 মিটার = 39.370113 ........... ইঞ্চি = 1.09 গজ (প্রায়)
1 ইঞ্চি = 0.025399 মিটার = 2.54 সেন্টিমিটার।
1 ফুট = 0.3048.......... মিটার = 30.48 সেন্টিমিটার।
1 গজ = 0.91438 মিটার
1 মাইল = 1609.3149..... মিটার = 1.61 কিলোমিটার
1 কিলোমিটার (কিমি.) = ⅝ মাইল
1 ফুট = 12 ইঞ্চি।
1 মাইল = 1760 গজ = 5280 ফুট।
1 গজ = 3 ফুট।
1 পাউণ্ড = 453.6 গ্রাম।
1 গ্রাম = 0.0022 পাউণ্ড।
1 কেজি. = 2.2 পাউণ্ড।
1 একর = 100 বর্গমিটার।
10 লক্ষ = 1 মিলিয়ন (Million)।
1000 মিলিয়ন (Million) = 1 বিলিয়ন (Billion)= একশো কোটি।
No comments:
Post a Comment