গণিতে একক, দৈর্ঘ্য, ওজন,তরল, ক্ষেত্রফল, ঘনফল, দ্রব্য গণনা, কাগজ গণনা, পরিমাপের একক। Units in Mathematics,length, weight,liquid,area,volume,product counting,paper counting units of measurement। - Fresh Gk Bangla

Breaking

Saturday, September 3, 2022

গণিতে একক, দৈর্ঘ্য, ওজন,তরল, ক্ষেত্রফল, ঘনফল, দ্রব্য গণনা, কাগজ গণনা, পরিমাপের একক। Units in Mathematics,length, weight,liquid,area,volume,product counting,paper counting units of measurement।

Units in Mathematics,length, weight,liquid,area,volume,product counting,paper counting units of measurement। গণিতে একক, দৈর্ঘ্য, ওজন,তরল, ক্ষেত্রফল, ঘনফল, দ্রব্য গণনা, কাগজ গণনা, পরিমাপের একক।




একক:

দৈর্ঘ্য পরিমাপের মূল একক হ'ল মিটার।

ওজন পরিমাপের মূল একক হ'ল গ্রাম।

তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক হল লিটার।




• দৈর্ঘ্য পরিমাপের একক :


১০ মিলিমিটার= ১ সেন্টিমিটার 

১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার

১০ ডেসিমিটার = ১ মিটার

১০ মিটার= ১ ডেকামিটার

১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার  

১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার

১ কিলোমিটার = ১০ হেক্টোমিটার

= ১০০ ডেকামিটার

=১০০০ মিটার

১০০০ মিলিমিটার = ১ মিটার 

১০০ সেন্টিমিটার = ১ মিটার

১০ ডেসিমিটার = ১ মিটার

১০০০ মিটার= ১ কিলোমিটার

১০০ ডেকামিটার = ১ কিলোমিটার

১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার

১ মিটার= ১০ ডেসিমিটার = ১০০ সেন্টিমিটার

= ১০০০ মিলিমিটার

= ১০০০ মিটার


দৈর্ঘ্য পরিমাপের একক:


 ১০ মিলিগ্রাম= ১ সেন্টিগ্রাম 

১০ সেন্টিগ্রাম=  ১ ডেসিগ্রাম

১০ ডেসিগ্রাম = ১ গ্রাম

১০ গ্রাম = ১ ডেকাগ্রাম

১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম

১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম

১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল

১০০০ মিলিগ্রাম= ১ গ্রাম

১০০ সেন্টিগ্রাম =  ১ গ্রাম

১০ ডেসিগ্রাম = ১ গ্রাম

১০০০ গ্রাম = ১ কিলোগ্রাম 

১০০ ডেকাগ্রাম = ১ কিলোগ্রাম

১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম

১০ কুইন্টালে = ১ টন

১ টন = ১০০০ কিলোগ্রাম

১০ টন = ১ মেট্রিক টন


তরল পরিমাপের মূল একক :


১০ মিলিলিটার = ১ সেন্টিলিটার

১০০০ মিলিলিটার = ১ লিটার

১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার

 ১০০ সেন্টিলিটার = ১ লিটার

 ১০ লিটার = ১ ডেকালিটার

১০ ডেসিলিটার = ১ লিটার  

১০০০ লিটার = ১ কিলোলিটার

১০ ডেকালিটার= ১ হেক্টোলিটার

১০০ ডেকালিটার = ১ কিলোলিটার

 ১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার 

১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার


• ক্ষেত্রফল পরিমাপের একক :


১০০ বর্গ মিলিমিটার = ১ বর্গ সেন্টিমিটার

১০০ বর্গ সেন্টিমিটার= ১ বর্গ ডেসিমিটার 

১০০ বর্গ ডেসিমিটার= ১ বর্গ মিটার

১০০ বর্গ মিটার = ১ বর্গ ডেকামিটার

১০০ বর্গ ডেকামিটার = ১ বর্গ হেক্টোমিটার

১০০ বর্গ হেক্টোমিটার = ১বর্গ কিলোমিটার

 ১০০বর্গ কিলোমিটার = ১ বর্গ মিরিয়্যামিটার (Myriametre)

 ১ বর্গ হেক্টোমিটার = ১০০০০ বর্গ মিটার = ১ হেক্টর (hectare)

১০০ আর (are)= ১ হেক্টর (hectare )


ঘনফল পরিমাপের একক :


১০০০ ঘন মিলিমিটার= ১ ঘন সেন্টিমিটার

১০০০ ঘন সেন্টিমিটার = ১ঘন ডেসিমিটার

১০০০ ঘন ডেসিমিটার=১ ঘন মিটার

১০০০ ঘন মিটার = ১ ঘন ডেকামিটার

১০০০ ঘন ডেকামিটার =১ ঘন হেক্টোমিটার

১০০০ ঘন কিলোমিটার= ১ ঘন মিরিয়্যামিটার (Myriametre)


দ্রব্য গণনা :


১২টি দ্রব্য = ১ ডজন


১২ গ্রোস = ১ গ্রেট গ্রোস (Great gross)

২০টি দ্রব্য = ১ স্কোর ( Score) 

১২ ডজন = ১ গ্রোস (Gross) 

বেকারি ডজন = ১৩টি দ্রব্য।

৪টি দ্রব্য = ১ গণ্ডা

২০ গণ্ডা = ১ পোন

১৬ পোন = ১ কাউন


কাগজ গণনা :

২৪টা কাগজ= = ১ দিস্তা (Quire

২০ দিস্তা= ১ রিম (Rear) = ৪৮০ টা কাগজ


1 মিটার = 39.370113 ........... ইঞ্চি = 1.09 গজ (প্রায়)

1 ইঞ্চি = 0.025399 মিটার = 2.54 সেন্টিমিটার। 

1 ফুট = 0.3048.......... মিটার = 30.48 সেন্টিমিটার। 

 1 গজ = 0.91438  মিটার

1 মাইল = 1609.3149..... মিটার = 1.61 কিলোমিটার

1 কিলোমিটার (কিমি.) = ⅝ মাইল

1 ফুট = 12 ইঞ্চি।

1 মাইল = 1760 গজ = 5280 ফুট।

1 গজ = 3 ফুট।

1 পাউণ্ড = 453.6 গ্রাম। 

1 গ্রাম = 0.0022 পাউণ্ড।

1 কেজি. = 2.2 পাউণ্ড।

1 একর = 100 বর্গমিটার। 

10 লক্ষ = 1 মিলিয়ন (Million)।

1000 মিলিয়ন (Million) = 1 বিলিয়ন (Billion)= একশো কোটি।



No comments:

Post a Comment