GK questions answer in Bengali Part- 8 । GK questions answer for competitive exams - Fresh Gk Bangla

Breaking

Wednesday, September 7, 2022

GK questions answer in Bengali Part- 8 । GK questions answer for competitive exams

 

GK questions answer in Bengali Part- 8 । GK questions answer for competitive exams।



সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন উত্তর গুলো খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় all competitive exams এর ক্ষেত্রে প্রশ্ন উত্তর গুলো গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করে থাকে।


.সালোকসংশ্লেষে অক্ষম প্রাণী কোনটি ?

উত্তর:- ইউগ্লিনা

২..শর্করা জাতীয় খাদ‍্যের উৎস কি ?

উত্তর:- কার্বন ডাই অক্সাইড

৩.গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ?

উত্তর:- সমুদ্রগুপ্ত

৪. ”The spirit of Laws” বইটি কার রচনা ?

উত্তর- মন্তেস্কু

৫. বাংলার রূপকার বলে কাকে অভিহিত করা হয় ?

উত্তর:- ড:বিধানচন্দ্র রায়

৬.ডাবের জলে কোন হরমোন থাকে ?

উত্তর:- কাইনিন

৭. বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ বাধা পেয়ে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে ?

উত্তর:- আয়োনোস্ফিয়ার

৮. চলন্ত বাসে ব্রেক কষলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুকে যায় তার কারণ কি ?

উত্তর:-গতিজাড্য

৯. কোন পদার্থের সঙ্গে অপদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক কিরূপ পরিবর্তন হয় ?

উত্তর:- কমে যায়

১০. মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?

উত্তর:- তৃতীয় শ্রেণির

১১. দূরত্বের সবচেয়ে বড় একক কি ?

উত্তর:- পারসেক

১২.মানুষের শরীরে সবথেকে বড়ো অঙ্গ কোনটি ?

উত্তর:- ত্বক

১৩.ইউরেকা ইউরেকা এই বিখ‍্যাত উক্তিটি কছ করেন ?

উত্তর:- আর্কিমিডিস

১৪.কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?

উত্তর:-সিকিম

১৫.কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

উত্তর:- ভিটামিন C

১৬.সুন্দরবনের মৃত্তিকা কিরকম প্রকৃতির ?

উত্তর:-লবণাক্ত কাদামাটি

১৭.ভারতের দীর্ঘতম ক‍্যানেল বা খাল কোনটি ?

উত্তর:-ইন্দিরা গান্ধী খাল

১৮.হাঁপানির ঔষধ তৈরিতে কোন উপক্ষারটি ব‍্যবহৃত হয় ?

উত্তর:-ডাটুরিন

২০.অর্থকমিশন কত বছরের জন‍্য গঠিত হয় ?

উত্তর:- 5 বছর

২১.জিমকরবেট জাতীয় উদ‍্যান কোথায় অবস্থিত ?

উত্তর:- উত্তরাখন্ড

২২.পেরু এর রাজধানীর নাম কি ?

উত্তর:- লিমা

২৩. সৌরজগতের সূর্য, মঙ্গল,বুধ,বৃহস্পতি, শুক্র,শনি, এবং পৃথিবী ও চাঁদের অস্তিত্ব কে প্রমাণ করেছিলেন ?

উত্তর-  নিকোলাস কোপারনিকাস

২৪.তরিৎ প্রবাহের ব‍্যবহারিক একক এর নাম কি ?

উত্তর- ওহম

২৫.বাজার দর নিয়ন্ত্রণ ব‍্যবস্থা কে প্রচলন করেন ?

উত্তর- আলাউদ্দীন খলজী

২৬. IUCN এর মূখ‍্য কার্যালয় কোথায় অবস্থিত ?

উত্তর- সুইজারল্যান্ড

২৭.মুক্তধারা কার রচনা ?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর

২৮.1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল ?

উত্তর- 14 টি

২৯.ঝিঝিয়া কোথাকার লোকনৃত‍্য ?

উত্তর- বিহার

৩০.মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস গ্লাক কিসের জন‍্য নোবেল পুরস্কার পেয়েছেন ?

উত্তর- সাহিত্য

৩১.ভারতের ম‍্যানচেস্টার কাকে বলা হয় ?

উত্তর- আমেদাবাদকে

৩২.ইউরি গ‍্যাগারীন কোন মহাকাশযানে ভ্রমন করেছিলেন ?

উত্তর- ভস্তক

৩৩.”Grand old man of india ” কাকে বলা হয় ?

উত্তর- দাদাভাই নৈরোজি

৩৪.কোন রাজ‍্যকে ভারতের শষ‍্যাগার বলা হয় ?

উত্তর- পাঞ্জাব

৩৫.ভূমিকম্পের দেশ কাকে বলা হয় ?

উত্তর- জাপান

৩৬..তক্ষশীলা বিখ‍্যাত ছিল কোন যুগে ?

উত্তর- গান্ধার যুগে

৩৭.তকাভি বলতে কি বোঝায় ?

উত্তর- কৃষক ঋণ

৩৮.পবনদূত কে রচনা করেন ?

উত্তর6- ধোয়ী

৩৯.চতুর্থ বৈদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর- কাস্মীর

৪০.সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তর- শ্রী হরি কোটা

৪১.লাকবস্ক নামে কে পরিচিত ছিল ?

উত্তর - কুতুবউদ্দিন আইবক

৪২.চীনের ম‍্যানচেস্টার কাকে বলা হয় ?

উত্তর- সাংহাই

৪৩.জিল্লিলাহ উপাধি কে গ্ৰহণ করেছিল ?

উত্তর- গিয়াসউদ্দিন বলবান

৪৪.WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর- জেনিভা

৪৫.পায়রার বায়ুথলি সংখ‍্যা কটি ?

উত্তর- 9 টি

৪৬.পৃথিবীর তরিৎ বিভবের মান কত  ?

উত্তর - শূন্য

৪৭..কোন ভারতীয় মহিলা  দুবার এভারেস্ট  জয় করেছেন ?

উত্তর- সন্তোষ যাদব

৪৮..সংবিধান প্রথম সংশোধন হয় কত সালে ?

উত্তর-  1951 সালে

৪৯.Phychology শব্দের উৎপত্তি কোন দেশ থেকে ?

উত্তর- গ্ৰীক

৫০.ব‍্যোমকেশ চরিত্রের স্রষ্টা কে  ?

উত্তর- শরদ‍্যিন্দু বন্দ‍্যোপাধ‍্যায়

৫১.বিশ্ব ক‍্যানসার দিবস কবে পালিত হয় ?

উত্তর- 4 th ফেব্রুয়ারি

৫২.বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর- মদনমোহন মালব‍্য

৫৩.ধানগাছের পরাগায়ন হয় কিসের মাধ্যমে ?

উত্তর- বায়ু

৫৪. মিনা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর- রাজস্থানে

৫৫. রামকৃষ্ণ মিশন কতসালে প্রতিস্ঠিত হয় ?

উত্তর - 1897 সালে

৪৬. মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত  ?

উত্তর- লন টেনিস

৪৭. দাবা খেলার উৎপত্তি কোথায় ?

উত্তর - ভারত 


No comments:

Post a Comment