Biology Questions Answer । জীববিদ্যা প্রশ্ন উত্তর। Biology questions Answer in Bengali। Biology MCQ।Primary Tet 2022। - Fresh Gk Bangla

Breaking

Saturday, September 3, 2022

Biology Questions Answer । জীববিদ্যা প্রশ্ন উত্তর। Biology questions Answer in Bengali। Biology MCQ।Primary Tet 2022।

 Biology Questions Answer । জীববিদ্যা প্রশ্ন উত্তর। Biology questions Answer in Bengali। Biology MCQ।Primary Tet 2022।

 


বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলির খুবই গুরুত্বপূর্ণ। All competitive exams এর ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ।


১. 'বায়োলজি' (Biology) কথাটির প্রবর্তন কে করেন?

(ক) ডারউইন

(খ) প্লেটো

(গ) মেন্ডেল

(G) ল্যামার্ক

উঃ:- (ঘ) ল্যামার্ক।


২. বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত হয়েছে

(ক) বায়োটেকনলজি

(খ) বায়োকেমিস্ট্রি

(গ) বায়োনিক্স

(ঘ) বায়োফিজিক্স 

উঃ:- (ঘ) বায়োনিক্স।


৩. বায়োলজি ও টেকনোলজি নিয়ে গঠিত প্রায়োগিক জীববিদ্যাকে বলে-

(ক) বায়োটেকনোলজি

(খ) বায়োটেকনিক্স

 (গ) বায়োটেক

(ঘ) সাইবারনেটিক্স

উঃ- (ঘ) সাইবারনেটিক্স।


৪.'কোষ' (Cell) কথাটির প্রবক্তা কে?

(ক) ভিরচাউ

(খ) বয়েল

(গ) রবার্ট হুক 

(ঘ) ভোল্টা

উঃ:- (গ) রবার্ট হুক।


৫. সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ হল-

(ক) পেশীকোষ

(খ) স্নায়ুকোষ

 (গ) ভাজককোষ

(ঘ) সংযোজক কোষ

উঃ:- (খ) স্নায়ুকোষ।


৬. সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদকোষ কোনটি ?

(ক) বাঁশের তত্ত্বকোষ

(খ) রেমী উদ্ভিদের তত্ত্বকোষ

(গ) পাটের তত্ত্বকোষ

(ঘ) রাবারের তত্ত্বকোষ

উঃ:- (খ) রেমী উদ্ভিদের তত্ত্বকোষ ।


৭. সর্বাপেক্ষা বৃহৎ (আয়তনে) প্রাণীকোষ হচ্ছে—

(ক) রাজহাঁসের ডিম

(খ) উটপাখির ডিম

(গ) কচ্ছপের ডিম

(ঘ) কুমীরের ডিম

উঃ:- (খ) উটপাখির ডিম।


৮. ভাইরাস হচ্ছে-

(ক) এককোষী জীব

(খ) বহুকোষী জীব

(গ) দ্বিকোষী জীব

(ঘ) অকোষী জীব

উঃ:- (ঘ) অকোষী জীব।


৯. কোনটিকে শক্তিঘর বলা হয় ?

(ক) ক্লোরোফিল

(খ) সাইটোপ্লাজম

(গ) মাইট্রোকন্ড্রিয়া

(ঘ) রাইবোজোম

উঃঃ-: (গ) মাইট্রোকন্ড্রিয়া।


১০. নীচের কোনটিকে 'আত্মঘাতীস্থলী বলে?

(ক) গলগি বডি

(খ) লাইসোজোম

(গ) ক্রেস্ট

(ঘ) রাইবোজোম

উঃ:- (খ) লাইসোজোম।


১১. সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিডকে কি বলে?

(ক) ক্লোরোপ্লাস্ট

(খ) ক্রোমোপ্লাস্ট

(গ) লিউকোপ্লাস্ট

(ঘ) কোমোপ্লাস্ট

উঃ;- (ক) ক্লোরোপ্লাস্ট। 


১২. DNA ও RNA-তে কটি করে বেস থাকে ?

(ক) দুটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) ছয়টি

উঃ:- (গ) চারটি।


১৩. DNA-র ক্ষেত্রে কোনটি ঠিক নয়?

(ক) অ্যাডেনাইল

(খ) ইউরাসিল

(গ) গুয়ানাইন

(ঘ) সাইটোসিন

উঃ:- (খ) ইউরাসিল।


১৪. RNA-এর ক্ষেত্রে কোনটি ঠিক নয়?

(ক) সাইটোসিস

(খ) ওয়ানাইন

(গ) থাইমিন

(গ) অ্যাডেনহিন

উঃ (গ) থাইমিন।


১৫. কোষবাদের প্রবক্তা কে?

(ক) সোয়ান

(খ) স্নেইডেন

(গ) সোয়ান স্নেইডেন

(ঘ) ব্রাউন

উঃ:- (গ) সোয়ান-স্নেইডেন।


১৬. বৃহত্তম এককোষী শৈবাল কোনটি?

(ক) ক্লাইডোমোনাস

(খ) ভাউকেরিয়া

(গ) অ্যাসিটোবুলারিয়া

(ঘ) ভাইরাস

উঃ:- (গ) অ্যাসিটোবুলারিয়া।

জীববিদ্যা


১৭. কোষ বিভাজন কয় প্রকারের ?

(ক) দু প্রকার

(খ) তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) পাঁচ প্রকার

উঃ:- (খ) তিন প্রকার।


১৮. নীচের কোনটি ঠিক গোত্রের নয় ?

(ক) অ্যামাইটোসিস

(খ) মাইটোসিস

(গ) ফটোলাইসিস

(ঘ) মেয়োসিস

উঃ:- (গ) ফটোলাইসিস।


১৯. DNA-এর প্রকৃতি কি ?

(ক) ক্ষারীয় 

(খ) অম্লীয়

 (গ) ক্ষারীয় প্রোটিন

(ঘ) অম্লীয় প্রোটিন

উঃ:- (গ) ক্ষারীয় প্রোটিন।


20. RNA-এর প্রকৃতি কিরূপ?

(ক) ক্ষারীয়

(খ) ক্ষারীয় প্রোটিন

(গ) অম্লীয়

(ঘ) অম্লীয় প্রোটিন

উঃ:- (ঘ) অম্লীয় প্রোটিন।


২১. কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে ?

(ক) অ্যামাইটোসিস 

(খ) মেয়োসিস

(গ) মাইটোসিস

(ঘ) কোনটিই নয়

উঃ (খ) মেয়োসিস।



২২. কোষের সমবিভাজনকে কি বিভাজন বলে ?

(ক) অ্যামাইটোসিস

 (খ) মেয়োসিস

(গ) মাইটোসিস

(ঘ) ফটোলাইসিস

উঃ:- (গ) মাইটোসিস


২৩. জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হল-

(ক) ডিপ্লয়েড

(খ) ট্রিপ্লয়েড

(গ) হ্যাপ্লয়েড

(ঘ) টেট্রাপ্লয়েড

উঃ:- (গ) হ্যাপ্লয়েড।


২৪. মাইটোসিস কোষ বিভাজনের কটি দশা ?

(ক) দুটি

(খ) চারটি

(গ) তিনটি

(ঘ) পাঁচটি

উঃ (খ) চারটি।


২৫. মিয়োসিস বিভাজন কোন কোষে হয় ?

(ক) কাণ্ডকোষ

(খ) পত্রকোষ

(গ) মূলের কোষ

(ঘ) জনন কোষ

উঃ:- (ঘ) জনন কোষ।


২৬. ভাজক কলা কোথায় থাকে?

ক) বিটপের অগ্রে

(খ) কাণ্ডের পশ্চাৎ প্রান্তে

(গ) মূলের পশ্চাতে

(ঘ) কোথাও নয়

উঃ:- (ক) বিটপের অগ্রে ।


২৭. জাইলেম কলার জন্য কোনটি সঠিক নয় ?

(ক) স্থায়ী কলা

(খ) অস্থায়ী কলা

(গ) জটিল কলা।

(ঘ) কষ্টিক তত্ত্ব

উঃ (খ) অস্থায়ী কলা।


২৮. কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় ?

(ক) জাইলেম

(খ) ফ্লোয়েম

(গ) সীতাল

(ঘ) কৈশিক নল

উঃ:- (ক) জাইলেম।


২৯. কোন্ কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সংবহন করে?

(ক) জাইলেম

(খ) ফ্লোয়েম

(গ) টাকীড

(ঘ) প্যারেনকাইমা

উঃ (খ) ফ্লোয়েম।


৩০. রক্তবিহীন কোমল ভারবাহী কলাকে কি বলে ?

(ক) ভারবাহী কলা

(খ) সংযোজক কলা

(গ) স্তম্ভ কলা

(ঘ) মধ্যে তরুণাস্থি

উঃ:- (ঘ) তরুণাস্থি।


৩১. লোহিত কণিকার রঞ্জক  কি?

(ক) বেসোফিল (গ) হিমোগ্লোবিন

(খ) ক্রোমোফিল

 (গ) হিমোগ্লোবিন

(ঘ) মনোসাইট

উঃ:- (গ) হিমোগ্লোবিন।


৩২. উদ্ভিদের দেহ থেকে বাষ্পাকারে জল ত্যাগকে কি বলে?

(ক) বাষ্পমোচন 

(খ) উদত্যাগ

 (গ) রেচন

(ঘ) কোনটিই নয়

উত্তর :- (ক) বাষ্পমোচন।


৩৩. বাষ্পমোচন কখন ঘটে?

(ক) দিনে

(খ) রাত্র-দিন

(গ) রাত্রে

(ঘ) সন্ধ্যায়

উঃ:- (ক) দিনে।


৩৪. বাষ্পমোচনের জন্য কোষের কোন অঙ্গানু প্রধানতম দায়ী

(ক) প্রানা

(খ) ক্রিস্টি

(গ) গোলগি বডি

(ঘ) স্টোমা

উঃ:- (ঘ) স্টোমা।


৩৫. সালোক সংশ্লেষ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোর দ্বারা বেশি সংঘটিত হয় ?


(ক) 6600-7000×10 cm

(খ) 5000-6000×10 cm

(গ) 8000×10 cm

(ঘ) 9000-1000 10 cm

উঃ (ক) 6600-7000x10 cm



৩৬. সালোক-সংশ্লেষের প্রধান রঞ্জক কি?

(ক) ক্লোরোফিল

(খ) ক্যারোটিন

(গ) অ্যাফ্রোফিল

(ঘ) বেসোফিল

উঃ:- (ক) ক্লোরোফিল।


৩৭. পাতায় আপতিত আলোকরশ্মির কত শতাংশ সালোক-সংশ্লেষে নিয়োজিত হয়।

(ক) 1-2%

(খ) 35-40%

(গ) 20%

(ঘ) 80%

উঃ:- (ক) 1-2%



৩৮. সালোক-সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন পরিমাণ গৃহীত কার্বন-ডাইঅক্সাইডের-

(ক) সমপরিমাণ

(খ) বেশী পরিমাণ

(গ) কম পরিমাণ

(ঘ) সঠিকভাবে বলা যায় না।

উঃ:- (ক) সমপরিমাণ।


৩৯. সালোক-সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কত অণু জল প্রয়োজন হয় ?

(ক) 12

(খ) 36

(গ) 24

(ঘ) 20

উ: (গ) 24 ।


৪০. আলোক বিক্রিয়ায় সূর্যালোক শক্তি কোন শক্তিতে আবদ্ধ হয়?

(ক) NADP

(খ) ADP

(গ) NADPH

 (ঘ) ATP

উঃ- (ঘ) ATP ।





No comments:

Post a Comment