পশ্চিমবঙ্গের নদ নদী-West Bengal Rivers - Fresh Gk Bangla

Breaking

Friday, August 26, 2022

পশ্চিমবঙ্গের নদ নদী-West Bengal Rivers

 পশ্চিমবঙ্গের নদ নদী-West Bengal Rivers:




1.  মুর্শিদাবাদ জেলার সিবিয়ার কাছে (ধুলিয়ানের নিকট) গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে ভাগীরথী ও গঙ্গা। ১ টি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে মিশেছে।


2. মাথাভাঙ্গা নদীর শাখা নদী হল : ইচ্ছামতী ও চূর্ণী



3.  কাঁসাই ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ :  হলদি নদী


4.  দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ : রূপনারায়ণ


5. বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ -কুলা


6.  উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী -  তিস্তা


7.  দক্ষিণবঙ্গের প্রধান নদী - মাতলা,রায়মঙ্গল,গোসাবা,ইছামতী,কালিন্দী,ঠাকুরান,পিয়ালী,বিদ্যাধরী,সপ্তমুখী প্রভূতি।


8.  দক্ষিণবঙ্গের নদীগুলিতে জোয়ার-ভাটা হয়। সারা বছরই জল থাকে।


9.  দক্ষিণবঙ্গের নদীগুলির জল লবণাক্ত। সমুদ্রের জল প্রবেশ করার জন্য।


10. ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করেছে। পূর্বভাগ বাগাড়ি ও পশ্চিমভাগ রায় নামে পরিচিত।


11.  দামোদর ও ভাগীরথীর মিলনস্থল - (গড়চুমুক) হাওড়া দর্শনীয় স্থান।


12.  গঙ্গার পরিণত ব-দ্বীপ সমভূমির অংশ হল - নদীয়া জেলা।


13. অজয় নদীর তীরে কেঁদুলের মেলা বিখ্যাত।


অজয়নদী বীরভূম ও বর্ধমানের সীমানা নির্ধারণ করেছে।


14. বীরভূমে সিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত।


15. গঙ্গানদী রাজমহল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে


16. তিস্তা নদীর বামতীরের আর্দ্রভূমিকে ডুয়ার্স বলে।


17. তিস্তা নদীর ডানতীরে তরাই অঞ্চল অবস্থিত।



18. তিস্তা পূর্বদিকে দুরপিনদারা পর্বত (১৩৭২ মিটার) অবস্থিত।


19. সুবর্ণরেখা নদী ছোটোনাগপুর মালভূমি থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে।


20.মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে গঙ্গাবক্ষে কলকাতা বন্দরকে রক্ষার জন্য।


21. বাঁকুড়া জেলার প্রধান নদী দামোদর


No comments:

Post a Comment