Math gk question answer set -3।ল. সা .গু ও গ. সা. গু ।All competitive exams questions Answer। Primary Tet 2022।
বিভিন্ন সরকারি পরীক্ষার ক্ষেত্রে যেমন wbcs, grop D, group C, primary Tet, Bank, এক কথায় all competitive exams questions Answer gulo খুবই গুরুত্বপূর্ণ।
1. দুটি সংখ্যার ল সা গু গু গ সা গু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপরটি-
(a) 55 (b) 105 (c) 42 (d) এদের কোনওটিই নয়।
Ans -(d) এদের কোনওটিই নয়।
2. দুটি সংখ্যার লসাগু 385 এবং গ সা গু 11, এদের একটি 55 হলে অপরটি-
(a) 66 (b) 110 (c) 77 (d) এর কোনওটিই নয়
Ans -(c) 77
3. দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং তাদের গ সা গু 5। সংখ্যাদুটির সমষ্টি হল (a) 45 (b) 36 (c) 65 (d) 27
Ans - (a) 45
4. দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের সমষ্টি 128, কত জোড়া সংখ্যা হতে পারে?
(a) 2 (b) 6 (c) 4 (d) 1
Ans -(a) 2
5. দুটি সংখ্যার যোগফল 315 এবং গ সা গু 35 হলে, কত ছোড়া সংখ্যা সম্ভব ?
(a) 5 (b) 4 (c) 3 (d) 2
Ans -(c) 3
6. দুটি সংখ্যার অনুপাত 9 :7 এবং গ সা গু 19 হলে ছোট সংখ্যাটি হল-
(a) 147 (b) 171 (e) 181 (d) 133
Ans -(d) 133
7. 200 এবং 300 -এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে?
(a) 288 (b) 283 (c) 293 (d) 228
Ans - (c) 293
8. 400 ও 500-এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য-
(a) 420 (b) 430 (c) 410
(d) 480
Ans -(d) 480
9. দুটি সংখ্যার গসাগু 20 এবং তাদের অনুপাত 3 : 4 তাদের যোগফল কত?
(a) 320
(b) 280
(c) 180 (d) 140
Ans -(d) 140
10. পাঁচ অঙ্কবিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6,8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে?
(a) 120
(b) 40
(c) 80 (d) 60
Ans-(c) 80
11. চার অঙ্কবিশিষ্ট বৃহত্তম কোন্ সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে?
(a) 9934 (b) 9936 (c) 9914 (d) 9938
Ans -(a) 9934
12. দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5 তাদের গুণফল -
(a) 1620 (b) 1800 (c) 1980 (d) 2160
Ans - (d) 2160
13. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে?
(a) 144 (b) 134 (c) 154 (d) 164
Ans -(b) 134
14. তিনটি সংখ্যার অনুপাত 2: 3:4 এবং তাদের গুণফল 648, সংখ্যা তিনটির গসাগু হবে-
(a) 27 (b) 9 (c) 6 (d) 3
Ans -(d) 3
15. গ সা গু বের করুন :⅗, 0.36,0.24।
(a) 0.04 (b) 2 (c) 0.4 (d) এদের কোনওটিই নয়
Ans - (d) এদের কোনওটিই নয়
16. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে—
(a) 1241 (b) 1261 (c) 1259 (d) 1239
Ans - (b) 1261
17. দুটি সংখ্যার গ সা গু এবং ল সা গু যথাক্রমে 35 এবং 420 হলে, সংখ্যাদুটির সর্বনিম্ন যোগফল কত?
(a) 70 (b) 245 (c) 210 (d) 300
Ans -(b) 245
18. কোন্ ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10 এবং 15, 16 দ্বারা ভাগ করলে, প্রতিবার 5 অবশিষ্ট থাকবে; কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে—
(a) 145 (b) 245 (c) 725 (d) 675
Ans -(c) 725
19. তিনটি সংখ্যার অনুপাত 5: 7: 9 এবং তাদের গ সা গু 45 হলে, বৃহত্তম সংখ্যা কত?
(a) 405 (b) 225 (c) 315 (d) 945
Ans -(a) 405
20. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং গ সা গু 4 হলে, ল সা গু কত?
(a) 24 (b) 36 (c) 48 (d) 72
Ans - (c) 48
21. দুটি সংখ্যার গ সা গু 12 এবং তাদের সমষ্টি 120। কত জোড়া সংখ্যা হতে পারে ?
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
Ans -(b) 2
22. যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হল-
(a) 296 (b) 256 (c) 324
(d) 576)
Ans -(d) 576
23. তিন অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগশেষ থাকে?
(a) 964
(b) 784 (c) 992 (d) 996
Ans -(a) 964
24. তিনটি সংখ্যার অনুপাত 3 : 4 :6 এবং তাদের গ সা গু 12 হলে, ল সা গু কত?
(a) 72 (b) 96 (c) 192 (d) 144
Ans - (d) 144
25. তিনটি সংখ্যার অনুপাত 2:3 :7 এবং উহাদের ল সা গু 252 হলে, গ সা গু কত?
(a) 7 (b) 6 (c) 4 (d) 3
Ans - (b) 6
26. দুটি সংখ্যার গ সা গু এবং ল সা গু যথাক্রমে 11 এবং 385 সংখ্যাদুটি কী কী?
(a) 11, 385 অথবা 55,77 (b) 55, 77 (c) 11, 385 (d) 22,770
Ans -(a) 11, 385 অথবা 55,77
27. দুইটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 840 ও 35 সংখ্যাদুটির গুণফল-
(a) 29,400 (b) 30.400 (c) 17,500 (d) 58,800
Ans - (a) 29,400
28. দুটি সংখার ল সা গু, সংখ্যাদুটির গ সা গু-র 45 গুণ এবং ল সা গু ও গসাগু-র সমষ্টি 1150। একটি সংখ্যা 125 হলে, অপর সংখ্যাটি —
(a) 215 (b) 220 (c) 225
(d) 235.
Ans - (c) 225
29. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869 এবং 1229-কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে?
(a) 36 (b) 54 (c) 72 (d) 108
Ans - (c) 72
30. 13-এর কোন্ গুণিতককে 4, 5, 6, 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে ?
(a) 840
(b) 842
(c) 2522 (d) 2520
Ans -(c) 2522
31. কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381-কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে?
(a) 31 (b) 52 (c) 32 (d) 42
Ans -(c) 32
32. কোন্ ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 অবশিষ্ট থাকে।
(a) 283
(b) 823
(c) 382
(d) 238
Ans -(a) 283
33. কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52-কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3 এবং 4।
(a) 7 (b) 6 (c) 9 (d) 8
Ans -(b) 6
34. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72, 90 এবং 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে?
(a) 260 (b) 630 (c) 360 (d) 620
Ans -(c) 360
35. ল সা গু বের করুন : 4½ ,3,10½
(a) 40
(b) 63
(c) 36 (d) 30½
Ans-(b) 63
No comments:
Post a Comment