ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহের নাম, সময়-কাল ও বিদ্রোহের স্থান - Fresh Gk Bangla

Breaking

Wednesday, February 2, 2022

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহের নাম, সময়-কাল ও বিদ্রোহের স্থান

 ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহের নাম, সময়-কাল ও বিদ্রোহের স্থান:-

 

১. বিদ্রোহের নাম: সন্ন্যাসী ফকির বিদ্রোহ

    সময়কাল: ১৭৬৩ খ্রিষ্টাব্দ

   বিদ্রোহের স্থান: ঢাকা, মালদা, দিনাজপুর, রংপুর,       বগুড়া

   নেতৃবৃন্দ: দেবী চৌধুরানী, ভবানী পাঠক, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী


২.  বিদ্রোহের নাম:সন্দীপ বিদ্রোহ

সময়কাল: ১৭৬৯ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: নোয়াখালীনেতৃবৃন্দ: আবু তোরাপ চৌধুরী


৩. বিদ্রোহের নাম: রংপুর বিদ্রোহ

 সময়কাল: ১৭৮৩ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: দিনাজপুর, রংপুর

নেতৃবৃন্দ: নুরুল উদ্দিন


৪. বিদ্রোহের নাম: চুয়াড় বিদ্রোহ

সময়কাল: ১৭৬৮-১৭৯৯ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম

নেতৃবৃন্দ: জগন্নাথ সিং, দুর্বল সিং


৫. বিদ্রোহের নাম: মোপলা বিদ্রোহ

সময়কাল:১৮২১ খ্রিষ্টাব্দ

বিদ্রোহের স্থান: দক্ষিণ ভারতের মালাবার উপকূল


৬. বিদ্রোহের নাম: পাইক বিদ্রোহ

সময়কাল: ১৮১৭ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: ওড়িশা

নেতৃবৃন্দ: বিদ্যাধর মহাপাত্র


৭. বিদ্রোহের নাম: ফরাজি আন্দোলন

সময়কাল: ১৮১৮-১৯০৫ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: পূর্ববাংলার ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, 24 পরগনা 

নেতৃবৃন্দ: হাজী শরীয়তউল্লাহ, দুদুমিয়া


৮. বিদ্রোহের নাম: কোল বিদ্রোহ

সময়কাল: ১৮৩১-১৮৩২ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: ছোটনাগপুর অঞ্চল

নেতৃবৃন্দ: বুদ্ধ ভগৎ, জোয়া ভগত, সুই মুন্ডা


৯. বিদ্রোহের নাম: ওয়াহাবি আন্দোলন

সময়কাল: ১৮২২-১৮৩১ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, বাংলা, বিহার, মিরাট, হায়দারাবাদ


১০. বিদ্রোহের নাম: সাঁওতাল বিদ্রোহ

সময়কাল: ১৮৫৫-১৮৫৬ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: বীরভূম, মুর্শিদাবাদ, মানভূম, ছোটনাগপুর, হাজারীবাগ

নেতৃবৃন্দ: সিধু, কানহু , ভৈরব


১১. বিদ্রোহের নাম: সিপাহী বিদ্রোহ

সময়কাল: ১৮৫৭ খ্রিস্টাব্দ

বিদ্রোহের স্থান: মিরাট, কানপুর, দিল্লি, ঝাঁসি

নেতৃবৃন্দ: বাহাদুর শাহ, জাফর, নানাসাহেব, তাতিয়া তোপি


১২. বিদ্রোহের নাম: মুন্ডা বিদ্রোহ

সময়কাল: ১৮৯৯-১৯০০

বিদ্রোহের স্থান: রাচি, ছোটনাগপুর অঞ্চল

নেতৃবৃন্দ: বিরসা মুন্ডা

No comments:

Post a Comment